স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর রবিবার নবীগঞ্জ সরকারি জে,কে, উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ৪নং দিঘলবাক ইউনিয়ন ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিযোগীতাপূর্ণ খেলায় পূর্ণ ৯০ মিনিটের ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান এর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক ওহী দেওয়ান চৌধুরী’র পরিচালনায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের (নবীগঞ্জ-বাহুবল) সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৪নং ইউপি চেয়ারম্যান আবু সাইদ এওলা, ১নং ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, উপজেলা পজিব কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা আ’মীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল। এতে আরো উপস্থিত ছিলেন ৪নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম দাশ, ৩নং ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক ফুটবলার আব্দুল আলীম, পৌর যুবলীগের আহ্বায়ক ফজল চৌধুরী, ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শৈলেন্দু গুপ্ত রানু, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি ইকবাল আহমেদ বেলাল, আওয়ামীলীগ নেতা আব্দুস সুবহান, মেম্বার মানিক দাশ, হাফিজুর রহমান মিলন, সাবেক ফুটবলার মুহিবুর রহমান, সদরুল আমিন পাবেল, ম্যাচ রেফারীর দায়িত্বে ছিলেন নুরুল হক, সহকারী হিসাবে রুবেল আহমেদ, সেজু আহমেদ, ধারাভাষ্যকার আলী হোসেন রানা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, ফুটবল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা খেলাধুলার মাধ্যমে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, তারা ডিসিপ্লিন শিখবে এবং আগামীতে বাংলাদেশকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাবে। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে।