শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

কাশ্মীরের নির্যাতন বন্ধের দাবিতে হবিগঞ্জে আ’লা হযরত ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারতের কাশ্মীরে মুসলমানদের উপর নিষ্ঠুরভাবে হত্যাযঙ্গ হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে হবিগঞ্জ আ’লা হযরত ইমাম আহমেদ রেযা (রাঃ) ফাউন্ডেশন। গতকাল সকাল ১০ টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আ’লা হযরত ইমাম আহমেদ রেযা (রাঃ) ফাউন্ডেশনের হবিগঞ্জ এর সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আলীম এর সভাপতিত্বে হাফেজ সালাহ উদ্দিন। নাতে রাসুল পেশ করেন আকরামুল ইসলাম ইমন ও আব্দুল কদ্দুছ।
আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রাঃ) ফাউন্ডেশন হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন শাহ পরান দাখিল মাদ্রাসার সুপার মুফতি মহিউদ্দীন নঈমী, হবিগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা মুজিবুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা কুতুব উদ্দিন, মাসুম বিল্লাহ, জয়নাল আবেদীন, মোঃ মোহন আলী রেজভী, মাওলানা মুজিবুর রহমান আলকাদরী, হাফেজ শাহ আলশ চৌধুরী শাকিল, মাওলানা সামছুল হক, মোঃ আবু তাহের, আলহাজ্ব সৈয়দ মামুনুর রশিদ, এডঃ আমিনুল হক চৌধুরী নোনাম, হাফেজ আমিনুল হক, মোঃ ইকবাল হোসেন সজল, সাইফুর রহমান সুমন, মিজানুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যে ভারতবর্ষ স্বাধীন করার পেছনে মুসলমানরা অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করেছিল এবং আপনি (নরেন্দ্র মুদি) ভারতের সরকার হওয়ার পেছনেও মুসলমানদের অবদান রয়েছে। তাই আপনাকে বলতে চাই, আপনি নমরুদ ও ফেরাউন হবার সেষ্টা করবেন না ! কারণ উনাদের ফল কিন্তু ভাল হয়নি। তাই ভারত সরকারের প্রতি আমাদের অনুরুদ হত্যাযঙ্গ হামলা ও নির্যাতন বন্ধ করুন। যদি ভারত সরকার নরেন্দ্র মোদি কাশ্মীরের মুসলমানদের ওপর থেকে নির্যাতন বন্ধ না করেন, আমরাও সারা বিশ্বের মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ভারত সরকার নরেন্দ্র মোদির বিরুদ্ধে জিহাদ ঘোষনা করব ইনশাআল্লাহ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় শহরের বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক মন্ডলী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিবাদ সম্বলিত বিভিন্ন প্রকার প্লেকাড ও ফেস্টুন সহকারে অংশগ্রহণ করেন। পরিশেষে কাশ্মীরের শান্তি-শৃংখলা রক্ষার জন্য মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com