বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

বানিয়াচংয়ে শিলাবৃষ্টিতে ফসল হারিয়ে কৃষকদের মাথায় হাত ॥ সরকারী হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ৮ কোটি টাকা

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ৪৩৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের হাড়ভাঙ্গা খাটুনীর ফসল হারিয়ে চোখে সর্ষে ফুল দেখছে কৃষকরা। মহাজনদের কাছ থেকে ঋণ এনে অনেক কৃষকই চাষাবাদ করেছেন তাদের জমি। ফসল হারানোর ফলে কিভাবে ঋণ পরিশোধ করবে এবং খোরাকীই-বা কিভাবে চলবে এমন দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
এদিকে হাওরের শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক গোপাল চন্দ দাশ। এ সময় জেলা প্রশিক্ষক কর্মকর্তা কৃষ্ণ চন্দ খুর, বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কৃষি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল আলীম, মহিবুর রহমান, আবু হাসেম রাফে, প্রবীর চন্দ দাশ, মুখলিছুর রহমান উপস্থিত ছিলেন। মাঠ পর্যায়ে পরিদর্শন শেষে বানিয়াচং সদরের ১ নং উত্তর পূর্ব ইউনিয়ন, ২ নং উত্তর পশ্চিম ইউনিয়ন ও কাগাপাশা ইউনিয়নের শিলা ঝড়ে ক্ষতিগ্রস্ত জমি ও কৃষকের প্রাথমিক একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। ৩ ইউনিয়নে বোরো ফসলের লক্ষমাত্রা ছিল ৭ হাজার ২শ ১৭ হেক্টর। তন্মধ্যে শিলা ঝড়ে ক্ষতি হয়েছে ১ হাজার ৩শ ৫০ হেক্টর জমি। এই ৩ ইউনিয়নে প্রাথমিক হিসেবে প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারী ও বড়সহ তিন শ্রেণীর কৃষকের মধ্যে ১ হাজার ২শ জন কৃষকের ধানি জমি শিলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তালিকা করা হয়েছে। ১ হাজার ৩শ ৫০ হেক্টর জমির চাল এর হিসাব নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩শ ৩২.৭৫ মেট্রিকটন। যা বর্তমান বাজার মূল্য ক্ষতির পরিমান দাঁড়ায় ৮ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার টাকা। তবে বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশী হবে বলে কৃষকরা জানান। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক গোপাল চন্দ দাশ জানান- আমরা শুধুমাত্র সদরের ৩টি ইউনিয়নের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারন করেছি। কাল (আজ রবিবার) ক্ষতিগ্রস্থ অন্যান্য ইউনিয়নের ক্ষয়ক্ষতি জমির পরিমান নিরূপন করা হবে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে আমাদের তৈরী করা তালিকার বাইরেও ক্ষতিগ্রস্ত কৃষক থাকতে পারে। এক্ষেত্রে চূড়ান্ত তালিকা না হওয়া পর্যন্ত কৃষি কর্মকর্তাগণ সরেজমিন মাঠে গিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের জমির পরিমান নির্ধারণ করবেন বলেও তিনি জানান। উল্লেখ্য, ২৫ এপ্রিল বিকালে হবিগঞ্জের বানিয়াচংয়ের উত্তর ও দক্ষিন হাওরে ১৫ মিনিটের শিলা ঝড়ে ১০ সহস্রাধিক একর জমির ধান ঝড়ে মাটিতে মিশে গেছে। ঝড়ে বানিয়াচং হাওরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো হার্নি পুরাতনবন, হার্নি নতুনবন, চিতা হলদী, বুড়ারবন, ভাড়েরা, পুরানবন, বড়গুলিয়া, হরমানিয়া হাওর, চানকোনা, সীমের আইল, বল্লী, নছিবপুর, ফিজরাবাদ, পুকুড়পাড়, কদমতলা, মক্রমপুরের হাওর, বিথঙ্গল, চাতলবন, নলাইরবন, বগীরবন, চমকপুর, বাতাকান্দি, আজমিরীগঞ্জ, কাহাইলছেও হাওর।
এছাড়া আজমিরীগঞ্জে ১২০ হেক্টর ও নবীগঞ্জে ১৫০ হেক্টর জমির ফসল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com