শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

সদর উপজেলা যুবসংহতির জরুরী সভায় আতিক ॥ জাতীয়তাবাদী চেতনা ও ইসলামী মূল্যবোধ জাতীয় পার্টির আদর্শ

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ৪৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত সোমবার জাতীয় যুবসংহতি হবিগঞ্জ সদর উপজেলার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুবসংহতির আহবায়ক নুরুল হুদা ফারুকের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক প্রভাষক রিপন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ১৯ দলীয় জোটের নেতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এরশাদ একজন ব্যক্তি। ব্যক্তির চেয়ে দল বড়। দলের একটি নিজস্ব আদর্শ আছে। জাতীয়তাবাদী চেতনা ও ইসলামী মূল্যবোধ জাতীয় পার্টির মূল আদর্শ। এরশাদ সেটি ধরে রাখতে পারছেন না। তিনি দলকে আওয়ামী জাতীয় পার্টিতে পরিণত করছেন। কাজী জাফর মূল আদর্শ ধরে রাখতে পেরেছেন। তার নেতৃত্বেই জাতীয় পার্টির নেতাকর্মীরা পথ চলতে শুরু করেছেন। জাতীয় যুবসংহতি সকল নেতাকর্মীরা এই আদর্শ লাল করে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, হবিগঞ্জে নতুন নেতৃত্বের মাধ্যমে যুবসংহতির কমিটিকে সাজানো হবে। পূর্বের যুবসংহতির কমিটির অনেক বয়স্ক নেতৃত্ব দিয়েছেন। আর বয়স্ক লোক দিয়ে যুব সংহতির কমিটি চলবে না। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, আয়ুব আলী মেম্বার, নাসির উদ্দিন নাছু, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, ফকির হুমায়ূন কবির, মুহিব আল হাসান, বিশিষ্ট মুরুব্বী আম্বর আলী, যুবসংহতির নেতা রায়হান উদ্দিন নায়েব, মুখলিছ মিয়া, শাহরিয়ার হাসান লিটন, স্বপন মেম্বার, শামীম আহমেদ, গোলাম মোস্তফা, কাজল মিয়া, জিল্লুর রহমান, সালেহ উদ্দিন, শাহ আলম মিজান, জামাল মিয়া, তালুকদার, শহীদ মিয়া, ফজল মিয়া, শাহাব উদ্দিন, হুমায়ুন আহমেদ তালুকদার, হোসাইন আহমেদ, তাহির সুলতান, রিফাত, রাজু আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com