শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৩:১৩ অপরাহ্ন
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল মালেক (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ১১টায় তিনি তার বাড়ীতে আত্মীয়স্বজনের সাথে নির্বাচনী বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলেন। এ সময় আকস্মিকভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ওই ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোরগ প্রতীকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, কোন মেম্বার পদপ্রার্থী মারা গেলে নির্বাচন স্থগিত হয় না।