বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও সৃষ্ট চরম বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন ॥ স্মারক লিপি প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬
  • ৭১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাকুরি (বেতন ভাতাদি) আদেশ ১৫ এর মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও সৃষ্ট চরম বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন এবং প্রধান মন্ত্রীর বরাবরে স্বারবলিপি প্রদান করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) হবিগঞ্জ জেলা শাখা। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বেতন স্কেলে যুগান্তকারী অনেক সিদ্ধান্ত গ্রহন করা হলেও ৮ম জাতীয় বেতন স্কেল দেশের উন্নয়ন উৎপাদনে নিয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে চরম অবমূল্যায়ন ও বেতন বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
তারা বলেন, যেখানে প্রধানমন্ত্রী বলেছেন কোন কর্মচারীর প্রাপ্ত সুযোগ সুবিধা রহিত করা হবে না, সেখানে দেখা যায় ৯ম ও তদুর্দ্ধ গ্রেডে কর্মরত কর্মচারিদের জন্য চাকরি জীবনে ৭টি গ্রেড পরিবর্তনের সুযোগ রাখা হলেও ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারিদের জন্য সমগ্র চাকরি জীবনে মাত্র ২টি গ্রেড পরিবতনের সুযোগ রাখা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে প্রজাতন্ত্রের প্রায় ৮০ ভাগ কর্মচারি চরম বৈষম্যের শিকার হবে। যা মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি এবং ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনিমার্নের পথে অন্তরায়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি লায়ন মোঃ জয়নাল উদ্দিন খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক লায়ন মোঃ মনসুর রশিদ কাজল, আ স ম কামাল মজুমদার, সুভাষ কুমার চক্রবত্রী, বাহাদুর আলম তালুকদার, মোঃ আব্দুল কুদ্দুস শামীম, মোঃ এনায়েত উল্লাহ, বিশ্বজিৎ পাল, মোহাম্মদ আনিছুর রহমান, দেবাশীষ রায় পোদ্দার, মোঃ আজিজুর রহমান ইকবাল, মোঃ আসাদুজ্জামান সেলিম, দিলীপ কুমার দাস, সোহেল আহমেদ, মাহফুজা খাতুন, মোঃ সাইদুর রহমান, মোঃ ওসমান গনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com