বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতিটি কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ ॥ ৪৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ হলফনামায় সম্পত্তির যেসব তথ্য উল্লেখ করলেন আলোচিত ৫ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সৌজন্য স্বাক্ষাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল “সানশাইন ব্রিকস” নানা ক্ষেত্রে কৃতিসন্তানদের সম্মাননা জানাল অ্যাসেট গ্রুপ-হবিগঞ্জ হবিগঞ্জের ডাকাত সর্দার সহিদ শ্রীমঙ্গল থেকে গ্রেফতার বানিয়াচঙ্গের আদম ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড দিল আদালত জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত নবীগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ১০টি হারভেস্টার মেশিনটি বিতরণ

ছাত্র-শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন আজ ॥ আলিফ সোবহান চৌধুরী কলেজকে সরকারি করণের দাবি বাহুবলবাসীর

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ৯৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় প্রথম প্রতিষ্ঠিত সর্বোচ্চ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারি করণের দাবিতে স্বোচ্চার হয়ে উঠেছেন সমগ্র উপজেলাবাসী। দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার সকালে উপজেলার মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সমন্বয়ে মানববন্ধন।
জানা যায়, এলাকার দানশীল ব্যক্তি ফজলুর রহমান চৌধুরীর অর্থায়নে ১৯৯৩ সালে বাহুবল উপজেলার প্রাণকেন্দ্র মিরপুরে প্রায় ৪ একর ভূমির উপর স্থাপিত হয় আলিফ সোবহান চৌধুরী কলেজ। মনোরম ও নিরিবিলি পরিবেশে স্থাপিত কলেজটি প্রায় দুই যুগ যাবত বাহুবল উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার উচ্চ শিক্ষা বিস্তারে পালন করে আসছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ইতিমধ্যেই অনার্স কোর্স চালু হওয়ায় কলেজটি এখন বিশ্ববিদ্যালয়ে রূপ লাভ করেছে। বিগত দিনে বোর্ডে ‘স্ট্যান্ড’ করাসহ উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে কলেজটি। প্রায় আড়াই হাজার শিক্ষার্থী মুখরিত এ কলেজটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়াসহ সিলেট বোর্ডের ‘টপ টোয়েন্টি’ তালিকায় একাধিকবার উঠে এসেছে কলেজটির নাম। যে কারণে জাতীয়ভাবে সংবর্ধিত হয়েছে ওই কলেজের শিক্ষার্থীরা। যুগোপযোগী শিক্ষার সাথে তাল মিলিয়ে এ কলেজটিতে ইতিমধ্যে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব। কলেজটিতে সুপরিসর একাডেমিক ভবন, বিশাল ক্যাম্পাস, নিজস্ব খেলার মাঠসহ যাবতীয় সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে, যা উপজেলায় অদ্বিতীয়। কলেজটি প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় ১৯৯৪ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ও ২০০৩ সালে ডিগ্রি স্থরে  এমপিও ভুক্ত হয়। আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজই উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এ পর্যন্ত এইচএসসিতে ২১ বার ও ডিগ্রি পরীক্ষায় ১০ বার চূড়ান্ত ফলাফল সম্পন্ন করেছে।
শুধু তাই নয়, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় উল্লেখিত পরীক্ষার ফলাফলে একাধিকবার শতভাগ সফলতা অর্জন করেছে কলেজটি। এর ভৌগলিক অবস্থানগত কারণে সমগ্র বাহুবল উপজেলা ও পার্শ্ববর্তী ১০/১২টি চা বাগানের অবহেলিত-দরিদ্র জনগোষ্ঠীসহ প্রায় ১০ লক্ষাধিক মানুষ উচ্চ শিক্ষার সুফল পাচ্ছে। নিরাপদ, সহজ যাতায়াত ও উপযুক্ত পরিবেশে কলেজটি প্রতিষ্ঠা হওয়ার কারণে উপজেলার বিপুল সংখ্যক পিছিয়ে পড়া নারী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় উৎসাহিত হচ্ছে এবং বহু নারী এখানে উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জাতীয় সকল অনুষ্ঠান পালনসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে কলেজটির সক্রিয় ভূমিকা। ইতিমধ্যে কলেজটির স্কাউট দল বাহুবল উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
উপজেলার শিক্ষানুরাগীসহ বহু মানুষের সাথে কথা বলে জানা যায়, আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজই উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যার রয়েছে, ‘সরকারি করণে’ সকল শর্ত পূরণের সক্ষমতা। কলেজটি সরকারি করণের বিষয়টি এখন উপজেলাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
কলেজের একাধিক শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকে দীর্ঘদিন পর্যন্ত অনেক শিক্ষক্ষরা তাদের মেধা, শ্রম ও ঘাম দিয়ে তিলে তিলে প্রতিষ্ঠা করেছেন আজকের এই বিশ্ববিদ্যালয় কলেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com