মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তিন দিনে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থবছরের বাজেট ঘোষণা নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত আকাশকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ গ্রামজুড়ে শোকের ছায়া শায়েস্তাগঞ্জে ইন্টেক সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষকলীগ নেতা আটক শহরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার

চুনারুঘাটে সম্পত্তি নিয়ে বিরোধের জের মহিলার অত্যাচারে অতিষ্ট আত্মীয়-স্বজন

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০১৫
  • ৪৯৪ বা পড়া হয়েছে

প্রবাস জীবন যাপনের পর ২০১১ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৪ পুত্র ও ৯ কন্যা রেখে যান। আবুল হাছানের ২য় স্ত্রীর নাম মিনারা খাতুন। তার গর্ভে ৪ কন্যা ও ইকবাল হোসেন নামে এক পুত্র জন্মগ্রহণ করে।
অভিযোগ উঠেছে, নিজ পুত্র ইকবাল হোসেনের নামে একটি জাল হেবা দলিল তৈরি করে বসতভিটাসহ ৩৩৮ শতক ভূমির মালিকানা দাবি করছে আবুল হাছানের ২য় স্ত্রী মিনারা খাতুন। ২০১০ সালের ১৮ আগস্ট রেজিস্ট্রি করা ওই হেবা দলিলটির নাম্বার হচ্ছে ৩২০৭।
দলিলটি পরখ করে দেখা যায়, সাক্ষরের জায়গায় লেখা রয়েছে ‘হাজী আবুল হাসান তালুকদার’। অথচ তার অন্যান্য দলিলে সাক্ষর দেয়া আছে ‘হাজী আবুল হাছান মিয়া’ নামে। ১ম পক্ষের স্ত্রী সন্তানদের অভিযোগ, সাক্ষরের ভিন্নতা প্রমান করে দলিলটি জাল। তাছাড়া দলিলে যেসব সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে তাদের সকলের বাড়িই ওই এলাকা থেকে ২০/২৫ কিলোমিটার দূরে। এলাকার কোন লোকই তাদের চিনেন না। শুধু তাই নয়, আবুল হাছান মিয়া জীবিত অবস্থায় নিকট প্রতিবেশি ও আত্মীয়-স্বজনসহ কাউকে কোনদিনই বলেননি ওই হেবা দলিলের কথা।
১ম স্ত্রী জুবেদা খাতুন জানান, দলিলটি ২০১০ সালে করা হলেও এতদিন তারা কিছুই বলেনি। গত দুই বছর যাবত তারা ওই জাল দলিলে উল্লেখিত ভূমিটির মালিকানা দাবি করছে। মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে করা হচ্ছে হয়রানী।
১ম পক্ষের পুত্র আব্দুল কাদির ও আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, ‘দাজ্জালরূপী মামলাবাজ মিনারা খাতুনের অত্যাচারে আমরা এখন অতিষ্ট। সে প্রায়ই আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। শুধু পৈত্রিক সম্পত্তি নয়, আমাদের ক্রয়কৃত পুকুরে মাছ চাষ ও ধরতে বাধা দিচ্ছে সে। গত কয়েকদিন আগে ওই পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সে আমাদের পরিবারের লোকজনদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। তারা বলেন, হেবা জাল দলিলে উল্লেখিত ৩৩৮ শতক ভূমিসহ ২০১৩ সালে আমাদের পৈত্রিক সকল সম্পত্তির একটি বাটোয়ারানামা হয়। ওই বাটোয়ারানামায় মিনারা বেগমও সাক্ষর করেন। যার এফিডেভিট নং- ২৫৯/১৩, তারিখ-৫/৯/২০১৩ইং। আব্দুল কাদির ও আব্দুস সামাদ প্রশ্ন রেখে বলেন, বাটোয়ারানামা অনুযায়ি যদি ওই ৩৩৮ শতক ভূমি আমাদের সকলের পৈত্রিক সম্পত্তি হয় এবং এতে যদি মিনারা বেগমও সাক্ষর করে থাকেন তাহলে আমাদের বৈমাত্রেয় ভাই ইকবাল হোসেন জাল হেবা দলিলে উল্লেখিত ৩৩৮ শতক ভূমির একক মালিক হয় কি করে?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com