বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইসরাইলের হামলা বন্ধের দাবীতে বৃটেনের কার্ডিফে র‌্যালী ॥ ২ বর্ণবাদী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৩৭২ বা পড়া হয়েছে

কার্ডিফ থেকে বদরুল মনসুর হক ॥ কতিপয় বিশ্বনেতারা নিরবতা পালনের কারনে ও মৃত্যু উপত্যকা ফিলিস্থিনের গাজায় ইসরায়েলের হিং¯্রতায় নিহত মানুষের জন্য কাদছে মানবতা। বিশ্ব বিবেক রয়েছে জাগ্রত। চলছে বিশ্বের দেশে দেশে বিক্ষোভ আর প্রতিবাদ এবং র‌্যালী। সমগ্র দুনিয়ার মানুষের কণ্ঠে কন্ঠ মিলিয়ে গত শনিবার প্লেকার্ড-ফেস্টুন ও ব্যানার হাতে প্রায় তিন হাজার লোকের আওয়ার ভয়েস- আওয়ার ডিমান্ড- স্টপ দ্যা জেনোসাইড, ফ্রি ফ্রি প্যালেস্টাইনসহ নানা শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের রাজপথ।
IMG_73738362279441কার্ডিফ স্টপ দ্যা ওয়ার কোয়ালিশন, ইউনিটি ইউনিয়ন, পিসিএস, ওয়েলস বাংলাদেশ কমিউনিটি ইন ইউকে এন্ট্রি জেনোসাইড মুভমেন্ট অব কার্ডিফ সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে শান্তিপূর্ণ এই মার্চ ও র‌্যালী সেন্টমেরী স্টেইট ও মিল লেইন পার হওয়ার সময় ২টি বারের সামনে অবস্থানরত কিছু বর্ণবাদীরা মদের বোতল, গ্লাস ও চেয়ার ছুড়ে মারতে থাকে। অতর্কিত হামলায় র‌্যালীতে অংশগ্রহণকারীরা হতবাক হয়ে যান। তবে সাহসী বিক্ষোভকারীদের পাল্টা আক্রমনে হামরাকারী বর্ণবাদীরা পিছু হটতে বাধ্য হয়। এই হামলায় নিউপোর্ট এর সুহেল মিয়া নামক একজন বাঙ্গালীসহ উভয় পক্ষের ৬জন আহত হয়েছেন। পুলিশ বর্ণবাদী ২জনকে গ্রেফতার করেছে। ভিডিও ফুটেজ দেখে হামলা কারীদের শনাক্ত করা হবে বলে পুলিশ কমিশনার জানান। র‌্যালী ও সমাবেশে বৃটিশ এমপি স্টিপেন ডাউটি, কার্ডিফের ডেপুটি লর্ড মেয়র আলহাজ্ব আলী আহমদ, কাউন্সিলার দিলওয়ার আলি, কাউন্সিলার সু লেন্ট স্টপ দ্যা ওয়ার কোয়ালিশনের সংগঠক অ্যাডামস জনসেন রয় গুড ডেভিস, জলি প্রিটচার্ড, এনড্রি জিনক, কাউন্সিলার সেসিলা লাভ, বিশিষ্ট শিল্পপতি মো: সেলিম হোসাইন এমবিই, ব্যবসায়ী আনা মিয়া, শাহজালাল মসজিদের খতীব মাওলানা মো: বদরুল হক জালালিয়া মসজিদের খতীব মাওলানা মো: বশির উদ্দিন, শাহজালাল বাংলা স্কুলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মকিস মনসুর আহমদ, বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী হারুন তালুকদার, নিউপোর্ট এর শাহপরান মসজিদের চেয়ারম্যান শেখ মো: তাহির উল্ল্যাহ, এস এ রহমান মধু, শেখ মো: আনোয়ার, আং কাদির, রফিকুল ইসলাম, নোমান চৌধুরী, মুনীরা চৌধুরী, জাসমিন চৌধুরী, ড: বাবলিন মল্লিক, রুকিয়া আলী, রকিবুর রহমান, জুবায়ের আহমদ চৌধুরী, জিল্লুল চৌধুরী, ফখরুল ইসলাম, মাহমুদ আলী, ইকবাল আহমদসহ বিপুল সংখ্যক বাঙ্গালী উপস্থিত ছিলেন। এবারকার র‌্যালীতে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com