মোঃ আবুল কাশেম, লাখাই থেকে ॥ সমাজসেবামূলক কর্মকান্ডে অবদান রাখায় লাখাই উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে লাখাই প্রেসক্লাব। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বুল্লা বাজারস্থ কার্যালয়ে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি সমাজসেবক রফিকুল হাসান চৌধুরী তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ কামরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, সংবর্ধিত ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান মোর্শেদ কামাল চৌধুরী, করাব ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জুয়েল মিয়া ও লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বুল্লা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাদশা মিয়া, করাব ইউপির সাবেক চেয়ারম্যান খালেক মিয়া, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের হবিগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা কাজল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সিংহ গ্রামের বাসিন্দা মাসুকুর রহমান মাসুক, মনতৈল গ্রামের বাসিন্দা খলিলুর রহমান, সাংবাদিক লুৎফুর রহমান, দৈনিক স্বদেশ বার্তার প্রতিনিধি সাংবাদিক উত্তম কুমার দৈনিক আয়নার প্রতিনিধি পান্ডব দেব, সাংবাদিক নিতেশ দেব ও আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ কামরুল আমীন বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। একে সত্য ও ন্যায়ের পক্ষে যথাযথ কাজে লাগাতে হবে। কখনও বিচ্যুতি ঘটলে সমাজ হবে ক্ষতিগ্রস্ত। অনুষ্ঠান শেষে সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছাকে ক্রেষ্ট প্রদান করা হয়।