মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

নবীগঞ্জে সরকারী গুদামে ধান বিক্রিতে আগ্রহ নেই কৃষকের

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনাকালে নবীগঞ্জ খাদ্য গোদামে ধান বিক্রি করতে আগ্রহী নন কৃষকরা। ধানের সরকারি দরের সঙ্গে বাজার দর প্রায় সমান হওয়ায় সরকারি গুদামে ধান বিক্রিতে আগ্রহ নেই কৃষকদের। গত ১৭ই মে থেকে এখানে ধান ক্রয় শুরু হলেও গুদামে কৃষকের উপস্থিতি তেমন নেই। উপজেলায় সরকারিভাবে ধান ও চাল কেনার সময় দেড় মাস পাড় হলেও খাদ্যগুদাম কর্তৃপক্ষ মাত্র ১৫৪ টন ধান ও ৭১৭ টন চাল কিনতে পেরেছে। ফলে চলতি মৌসুমে এ উপজেলায় সরকারি ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খাদ্য গুদামের প্রাপ্ত তথ্য মতে নবীগঞ্জ উপজেলায় লটারিতে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ৩ হাজার ৯১টন ধান ও ১ হাজার ৮৬২ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেড় মাস আগে নবীগঞ্জে কৃষকদের গোলায় ধান উঠলেও তাদের কাছ থেকে ধান কিনতে পারছে না সরকারি খাদ্যগুদাম। স্থানীয় হাটবাজার ও ধানমহাল ঘুরে দেখা গেছে, বোরো ধানের ভরা মৌসুমেও বাজারে ধানের দর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। স্থানীয় ধান ব্যবসায়ীরা চিকন জাতের প্রতিমণ ধান ৯০০-৯৫০ টাকা ও মোটা জাতের ধান ৮০০-৮৫০ টাকায় ক্রয় করছেন। এছাড়া ভেজা ধান ৭০০ টাকা মণ দরে ক্রয় করছেন ব্যবসায়ীরা। এদিকে বাজারদরের চেয়ে সরকারি প্রতিমণ ধানের দরের ব্যবধান হচ্ছে মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। তাও আবার ধান শুকিয়ে দিতে হবে। এজন্য ধান দিতে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। উপজেলার কয়েক জন কৃষক জানান, বাজারে যে দামে ধান কেনা হচ্ছে, সরকারিভাবে এর চেয়ে দাম কম। এ কারণে সরকারিভাবে ধান বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছেন না কৃষকরা। নবীগঞ্জ উপজেলা মিল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ধান ব্যবসায়ী গুরুপদ দাশ ময়না জানান, চলতি মৌসুমে ন্যায্য বাজারমূল্য পাওয়ায় স্থানীয় কৃষকরা অনেক খুশি। এতে গত মৌসুমের তি পুষিয়ে নিচ্ছেন তারা। তিনি বলেন, সরকারি গুদামে শুকনো ধান দিতে হয় কৃষকদের। বাজারে এ নিয়মের কোনো বাধ্যবাধকতা নেই। তাই সামান্য কিছু টাকার জন্য ধান শুকিয়ে সরকারি গুদামে ধান বিক্রিতে আগ্রহও নেই কৃষকদের। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গৌড় পদ দে জানান, কৃষকরা বাজারে ধান বিক্রি করলেও সরকারি ধান সংগ্রহের ল্যমাত্রা অবশ্যই অর্জিত হবে। তবে আমরা ধান ক্রয়ের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে কৃষকদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। নবীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলক বৈষ্ণব জানান, গত ১৭ মে থেকে উপজেলায় সরকারের ধান সংগ্রহ অভিযান শুরু হলেও এতে কৃষকের আগ্রহ তেমন নেই। তবে লক্ষ্যমাত্রা অর্জনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com