মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তিন দিনে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থবছরের বাজেট ঘোষণা নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত আকাশকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ গ্রামজুড়ে শোকের ছায়া শায়েস্তাগঞ্জে ইন্টেক সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষকলীগ নেতা আটক শহরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার

মাধবপুরে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৪৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে উপর্যপরী ধর্ষণ করার অভিযাগে রুবেল মিয়া (২১) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রুবেল মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (নয়াগাঁও) গ্রামের মৃত ছাবু মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার সকালে থানার এস.আই কামরুল হাসান ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধর্ষিতার ডাক্তারী পরীার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পাঠানো হয়েছে। পুলিশ ও ভিকটিকের পরিবার জানায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (নয়াগাঁও) গ্রামের জনৈক প্রতিবন্ধির মেয়ে কালিকাপুর উচ বিদ্যালয়র ১০ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে একই গ্রামের মৃত ছাবু মিয়ার বখাটে ছেলে রুবেল মিয়া(২১) প্রেম নিবেদন করে উত্যক্ত করত। ওই ছাত্রী তার প্রেমের আহবানে সাড়া না দেয়ায় রুবেল মিয়া ক্ষিপ্ত হয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে পূর্বথেকে উৎপত পেতে থাকা রুবেল মিয়া তাকে ঝাঁপট ধরে মুখ চাপা দিয়ে জোরপূর্বক ঘরে তুলে নিয়ে একাধিকবার ধর্ষন করে। ওই ছাত্রীর ঘরে ফিরে আসতে দেরী দেখে তার স্বজনরা তাকে খাঁজাখুজি ও ডাকাডাকি করতে থাকে। শব্দ শুনে ধর্ষক তাকে রাত ১টার দিকে ঘর থেকে বের করে দেয়। পরে ওই ছাত্রী বাড়ীতে এসে বিষয়টি পরিবারকে অবহিত করেন। ধর্ষিতার বাবা একজন প্রতিবন্ধী ও মা লেবানন বসবাস করন। এ ব্যাপার ধর্ষিতার চাচা ফকির আব্দুল আহাদ রুবেল মিয়ার বিরুদ্ধ মঙ্গলবার সকাল মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার পরিদর্শক তদন্ত গালাম দস্তগীর আহমদ এর সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপার থানায় একটি মামলা হয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে ও ২২ ধারা জবানবন্দী গ্রহণের জন্য হবিগঞ্জ আদালত প্রেরণ করা হয়ছ। এদিকে ধর্ষক রুবেল মিয়াকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com