রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

নবীগঞ্জে ভুয়া কাগজ দিয়ে রেজেষ্ট্রি ॥ ২ দলিল লিখক বরখাস্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৬১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসার অরুন বমন বিশ্বাস অভিযোগ উপক্ষো করে ভূয়া কাগজ (স্ক্যানিং) পরচা দিয়ে দলিল সম্পাদন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শহরসহ সাব রেজিষ্ট্রি অফিস জুড়ে উত্তেজনা ও আলোচনার ঝড় বইছে। এতে প্রায় কয়েক ঘন্টা রেজিষ্ট্রি কাজ বন্ধ থাকে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সাব রেজিষ্ট্রার অফিসে উপস্থিত হয়ে এর প্রতিকার দাবী করলে ২ ঘন্টা পর অবেশেষে সম্পাদিত দলিল বাতিল এবং ভুয়া কাগজ দিয়ে রেজিষ্ট্রি করার অপরাধে জড়িত দলিল লিখকদেরকে সাময়িক বরখাস্ত করেছেন সাব রেজিষ্ট্রার। পরে উত্তেজিত জনতাকে শান্ত করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীসহ স্থানীয়রা। প্রায় ২ ঘন্টা পর উত্তেজিত জনতাকে শান্ত করার পর পূনঃরায় রেজেষ্ট্রি কাজ শুরু হয়। অভিযোগ সূত্রে জানা যায়, মৃত মকলিছ মিয়ার পুত্র আব্দুর নুর ও আব্দুল রহিম ১৯৯০ সনে পৌর এলাকার রাজনগর গ্রামের আলিদা বিবির নিকট থেকে রেজিষ্ট্রি দলিল মুলে ২০ শতক ভুমি ক্রয় করেন। যার দাগ নং সাবেক ও বর্তমান ২, মৌজা হাট নবীগঞ্জ, জেএল নং সাবেক ৮৮, হাল ৯১, খতিয়ান নং সাবেক ১৫০/১, হাল ৮৫ ও ৬৭৪। খরিদের পরবর্তীতে তাদের নামে নামজারী করা হয়। হাল জরিপে বিনা দলিলে পৌর শহরের চরগাও গ্রামের মিজানুর রহমান চৌধুরী নীলুর নামে ২.৮৭ শতাংশ ভুমি রেকর্ড দেয় কিছু অসাধু সেটেলমেন্ট কর্মকর্তা। তবে ওই পরচার মন্তব্য কলামে দখলদার হিসেবে আব্দুর নুর গংদের নাম উল্লেখ্য করা হয়। এদিকে মন্তব্য কলামে দখলদারদের নাম স্ক্যানিং করে মুছে দুর্নীতি পরায়ন দলিল লিখক রেজা আহমদ চৌধুরী, বিশ্ব জিৎ বাগচিকে সাময়িকভাবে বরখাস্ত করেন। শহরের প্রাণ কেন্দ্রে কোটি টাকা সম্পত্তি জালিয়াতি করে রেজিষ্ট্রি করার ঘটনায় শহর ব্যাপী তোলপাড় চলছে। এ ব্যাপারে সাব রেজিষ্ট্রার অরুন বমন বিশ্বাস এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পুর্বেই দলিল সম্পাদিত হয়। অভিযোগ পাওয়ার পর সম্পাদিত দলিল রেকর্ডে তোলার আগেই দলিল বাতিল করা হয়। ঘটনার সাথে জড়িত ডিডরাইদের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেয়া হয়েছিল। কিন্তু দলিল দাতা মিজানুর রহমান চৌধুরী নীলু পরচা স্ক্যানিং তিনি করেছেন মর্মে স্বীকারোক্তি দেয়ায় ডিডরাইটারদের ক্ষমা করা হয়েছে। এদিকে উক্ত মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আরও জাল জালিয়াতির অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com