শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০১৯
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সার্কিট হাউজ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডঃ আব্দুল মজিদ খান এমপি, মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এছাড়া ইফতার পূর্ব আলোচনা সভার আগে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ মোঃ আবু জাহির উপস্থিত হয়ে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করে অন্যত্র অনুষ্ঠান থাকায় চলে যান। ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
এছাড়া ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর (সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জিপি এডঃ আফিল উদ্দিন, স্পেশাল পিপি আবুল হাসেম মোল্লা মাসুম, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, শামীম আহছান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, মোঃ রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, হবিগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান, সময় টিভি প্রতিনিধি রাশেদ আহমদ খান, মাছরাঙ্গা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জিটিভি প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি এসএম সুরুজ আলী, মঈন উদ্দিন আহমেদ, ফয়সল চৌধুরী, জাকারিয়া চৌধুরী, এসকে সাগর, আখলাছ আহমেদ প্রিয় প্রমূখ।
এছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। আলোচনার পূর্বে প্রধান অতিথি টেবিলে টেবিলে গিয়ে ইফতার মাহফিলে অংশগ্রহকারী সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com