সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

বাহুবলে গাউছিয়া বেকারীর পচা ডিমে কেক ও পোড়া মবিলে চানাচুর

  • আপডেট টাইম সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৭৫৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ৯৮ হাজার জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেল তিনটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে নতুন ব্রিজ এলাকা ও মিরপুর বাজারে এ অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে অনুমোদনহীন দই ও পচাবাসী খাবার রাখার দায়ে নতুন ব্রীজ এলাকার আল বারাকা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, বাহুবল উপজেলার মিরপুরে আরামবাগ রেস্টুরেন্টকে পচা সবজি মাছ রাখার দায়ে ২০ হাজার টাকা, নষ্ট তেল, পচা ডিম ও বেকারীর ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় গাউছিয়া বেকারীকে ৫০ হাজার, জিসান বাংলা বেকারীকে ২০ হাজার টাকা, মিরপুর আইসক্রিম ফ্যাক্টরীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় গাউছিয়া বেকারীতে থাকা পচা নষ্ট কেক ও পচা ডিম ভেঙ্গে ফেলা হয়। এছাড়া দীর্ঘদিনের জমে থাকা দুর্গন্ধযুক্ত পচা তেল, বিস্কুট ও পোড়া মবিল দিয়ে ভাজা চানাচুর নষ্ট করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সারা শহর জুড়ে অনেকগুলো সংস্থা রমজানকে সামনে রেখে প্রতিদিনই খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে। তারপরও অতিলোভী ব্যবসায়ীরা তাদের স্বার্থ বজায় রেখে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছে এবং পচা বাসী খাবার সাধারন মানুষকে খাওয়াচ্ছে। অনেক রেস্টুরেন্টে বিএসটিআই অনুমোদনহীন খাবার রেখে প্রতারণা করছে মানুষের সাথে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com