শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

চুনারুঘাটে হক শাহ মৌলা (র:) এর মাজার জিয়ারত করেছেন মৌলভীবাজারের সংসদ সদস্য

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৫৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ মৌলভীবাজা-৩ আসনের সংসদ সদস্য নেসার আহম্মদ চুনারুঘাটের ঐতিহ্যবাহি হক শাহ মৌলা (র:) এর পবিত্র মাজার জিয়ারত করেছেন। হক শাহ মৌলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ শরীফ আহম্মদের আমন্ত্রনে তিনি মাজার জিয়ারতে আসেন। নেসার আহম্মদ গত ২০ এপ্রিল দুপুর ১২ টার দিকে মাজার প্রাঙনে পৌছুলে ফাউন্ডেশনের কর্মকর্তা, আওয়ামীলীগ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি এডভোকেট এম আকবর হোসেইন জিতুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে দলীয় নেতা-কর্মীর সাথে মতবিনিময় শেষে বরাব্দা সাহেব বাড়িতে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। সংসদ সদস্য নেসার আহম্মদ বলেন, বর্তমান সরকার দেশে সকল মানুষের ধর্ম পালনে সমান সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সকল সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করছে। তিনি ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com