প্রেস বিজ্ঞপ্তি ॥ আপনারা আমাকে আপনাদের ভোট দিয়ে এম পি বানিয়েছেন আপনাদের ভোট আমার কাছে আমানত। আর আপনাদের সেবা করা আমার ইবাদত মনে করে আমি এলাকার উন্নয়নমূলক কাজ করে আসছি।
উল্লেখিত কথাগুলো বলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। তিনি গতকাল হলদারপুর গ্রামের প্রায় ৬ কিঃ মিঃ বিদ্যুৎ লাইন সংযোগ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। উক্ত লাইনে প্রায় ৪৫০টি পরিবার বিদ্যুতের উপকারভোগী। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। বিশিষ্ট মুরুব্বী হাজী ফয়জুর রহমান এর সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জসীম ও আওয়ামীলীগ নেতা ওমর আলীর যৌথ পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, পল্লী বিদ্যুৎ এর জি এম মোঃ রেজাউল হক, বানিয়াচং পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম এ কে এম আজাদ, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডি জি এম ভজন কুমার বর্মন, শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আর ই রায়হানুল ইসলাম, বাহুবল উপজেলা আওয়ামীলীগ সভাপতি পিপলু চৌধুরী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তজমুল হক চৌধুরী, গোলাম রব্বানী মাষ্টার, আওয়ামীলীগ নেতা আব্দুল মোছাব্বির তালুকদার, এডভোকেট ইমদাদুল হক শাহীন, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী, বড়ইউরি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা কামাল মিয়া, লুৎফুর রহমান, বড়ইউরি ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহজাহান মিয়া, আবিদ মিয়া, আব্দুল মুকিত, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম মিঠু, সোহেল আমিন, মিজান, সুরুজ্জামান, আলাউদ্দিন, সোহাগ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস শহিদ। গ্রামবাসীর পক্ষে মানপত্র পাঠ করেন জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জসীম।