স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল বিকালে এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের ফজলু রহমানের সাথে আমির হোসেনের দীর্ঘদিন ধরে জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল ওই সময় এ বিরোধের জের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় শিরিন আক্তার (২২), প্রমি (৫), লিল বানু (৭০), সুরুজ আলী (৫৫), অনুফা বেগম (২৫), আমির হোসেন (২৪), জবেদ আলী (৩০)।