প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ও জেলা ফুটবল দলের সাবেক খেলোয়ার হেলাল উদ্দিনের পিতা আমীর হোসেন এর মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এডঃ মোঃ ফরিদুল হক ফরিদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ স্বাক্ষরিত এক বার্তায় শোক প্রকাশ করেন সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি মাহবুবুর রহমান আউয়াল, আব্দুর রাজ্জাক, জসিম উদ্দিনসহ নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সোমবার সকাল সোয়া ১১টায় চুনারুঘাট উপজেলার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না..রাজিউন)।