বুধবার, ২১ মে ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

বিশ্বের দ্বাদশ বৃহৎ অর্থনীতির দেশ হবে তুরস্ক-এরদোগান

  • আপডেট টাইম শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে আগামী বছর বিশ্বের দ্বাদশতম বৃহৎ অর্থনীতির দেশ হবে তুরস্ক। এ সময় তিনি আরও বলেন, পিপিপির ভিত্তিতে দেশটি বর্তমানে ত্রয়োদশ অবস্থানে রয়েছে। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) এক বৈঠকে ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন তিনি। এসময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ২০১৯ সালে লক্ষ্যমাত্রার ভিত্তিতে মদ্রাস্ফীতি কমিয়ে আনবে তুরস্ক সরকার। আমাদের গৃহীত প্রতিটি পদক্ষেপের লক্ষ্য হচ্ছে প্রবৃদ্ধি, উনড়বয়ন ও শক্তিমত্তা বজায় রাখা। গত সেপ্টেম্বরে তুরস্কের নতুন অর্থনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে চলতি অর্থবছরে মদ্রাস্ফীতি ২০.৮ শতাংশে, পরের বছর ১৫.৯ শতাংশ, ২০২০ সালে ৯.৮ শতাংশ ও ২০২১ সালে ৬.০ শতাংশ নামিয়ে আনার কথা বলা হয়েছে। তুরস্ক বছর শেষে ১৭০ বিলিয়ন ডলার রফতানির মাধ্যমে আগের রেকর্ড ভেঙে ফেলবে। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্যানুসারে গত নভেম্বরে দেশটির বার্ষিক মদ্রাস্ফীতি ছিল ২১.৬২ শতাংশ। অপর এক খবরে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ন্যাটো মিশনের অংশ হিসেবে আরও দুই বছরের জন্য সেনা রাখার প্রস্তাবে সম্মতি দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। আগামী বছরের ৬ জানুয়ারি থেকে নতুন এ প্রস্তাব কার্যকর হবে। ২০১৮ সালে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহায়তা বাহিনীর ১৭ বছরের যুদ্ধ মিশনের ইতি ঘটবে। আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার জন্যই দেশটিতে সেনা রাখছে ন্যাটো মিশন। ২৮টি ন্যাটো মিত্র ও আরও ১৪টি দেশের ১২ হাজার সেনা আফগানিস্তানে তাদের মিশনের সহায়তার জন্য অবস্থান করছে। এদিকে সিরিয়ার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকেও কয়েক হাজার সৈন্যকে ফিরিয়ে আনার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। বিবিসি, আনাদোলু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com