স্টাফ রিপোর্টার ॥ এনজিও মা-মণি প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর সরদার গোলাম মুর্শেদ টিপু (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে তার কর্মস্থল চুনারুঘাট থেকে হবিগঞ্জ শহরে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে চুনারুঘাটের শ্রীকুটা নামক স্থানে সিএনজি উল্টে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদেও উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল রাতে টিপুর লাশ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কের বাসায় এসে পৌঁছুলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। নিহত টিপু বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সরদার রোকন আলীর দ্বিতীয় পুত্র। আজ রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের সওদাগর জামে মসজিদে টিপুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ী নোয়াগাঁও পশ্চিমপাড়া মাঠে যোহরের নামাজের পর দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে।