শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

মাধবপুরে এস.এস.সি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ৪৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ২০১৯ সনের এস.এস.সি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। জানা যায়, ২০১৯ সনের চলতি নভেম্বর মাসের প্রথমদিকে মাধবপুরে কয়েকটি শিক্ষা প্রতিষ্টানে এস.এস.সি পরীক্ষার্থীদের ফরম পূরণের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে কোন কোন প্রতিষ্ঠান ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করছে। সরকারী তথ্যমতে চলতি বছর কেন্দ্র ফি সহ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফি ১হাজার ৫শত ৫০ টাকা এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ১হাজার ৪শত ৪৫টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলাপ করে জানা গেছে, আউলিয়াবাদ আরকে উচ্চ বিদ্যালয়, তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়, অপরূপা উচ্চ বালিকা বিদ্যালয়, প্রেমদাময়ি উচ্চ বালিকা বিদ্যালয়, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও সাহেবনগর উচ্চ বিদ্যালয়ে ২হাজার টাকা করে নেয়া হচ্ছে। আর চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজ বিভিন্ন অজুহাতে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে আদায় করছেন ৪হাজার ২শত টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ পরিমাণ ফি দেয়া অনেক শিক্ষার্থীদের পক্ষে সম্ভব হবেনা বলে অনেক অভিবাবক জানান। তারা অতিরিক্ত ফি আদায় বন্ধ করে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com