বুধবার, ২১ মে ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

জাতীয় পার্টির পার্লামেন্টারী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন আতিক

  • আপডেট টাইম শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পার্লামেন্টারী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন দলটি প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রমে দলীয় পার্লামেন্টারি বোর্ডের ১১ সদস্যদের নাম ঘোষণা করেন। ১১ সদস্যদের ১ জন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিক। ওই ১১ সদস্য আগামী একাদশ নির্বাচনে ৩শ আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরী করবেন। বোর্ডের চেয়ারম্যান সাবেক রাষ্টপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাদের মতামর্তের ভিত্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করবেন। গঠনতন্ত্র এই মনোনয়ন বোর্ডের সদস্য সচিব হিসেবে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের অন্য সদস্যরা হলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, ও মুজিবুর রহমান সেন্টু। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষিরত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুনীল শুভ রায় জানান, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২১-এর উপধারা ১,২ ও ৩ এবং ২০ এর ১/ক উপধারা অনুসারে পার্টির এই পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে। সিলেট বিভাগের মধ্যে মনোনয়ন বোর্ডের একমাত্র সদস্য হলেন জাপা নেতা আতিকুর রহমান আতিক। এ দিকে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিক জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন। দলীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অপর দিকে জাপা নেতা আতিকুর রহমান আতিক তাকে মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, মহা-সচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com