শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

চুনারুঘাটে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী জলিল মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ৫৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের হিমালিয়া গ্রামের মৃত আশু মিয়ার পুত্র জলিল মিয়া (৪০) নামে মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বুধবার রাত ৮টার দিকে চুনারুঘাট থানার এ.এস.আই শরিফ হোসেন ও এ.এস.আই কমল রায়ের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার হিমালিয়া গ্রামে জলিল মিয়ার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, জলিল মিয়ার বিরুদ্ধে সি.আর বন মামলা নং- ৪৬/২০০৫ (চুনাঃ) মামলায় ৭ বছরের সাজা ছিল। সে দীর্ঘ ১৩ বছর যাবত আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী জলিল মিয়াকে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com