শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জে পূজামণ্ডপ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৫০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন বিষয়ে নবীগঞ্জ পৌর পরিষদ, নবীগঞ্জ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং পূজামণ্ডপ নেতৃবৃন্দের সমন্বয়ে একমত বিনিময় সভা গতকাল সকালে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ গোবিন্দ জিউ আখড়া কমিটির সভাপতি নিখিল চন্দ্র আচার্য্য, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সভাপতি ও প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, উপজেলা শাখার সহ-সভাপতি রঙ্গলাল রায়, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সদস্য নিতেশ রায়, গোবিন্দ জিউ আখড়া দুর্গাপূজা কমিটির সভাপতি প্রমথ চক্রবর্তী বেনু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আঃ ছালাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও হবিগঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, গীতাপাঠক সঞ্জয় দাশ, পূজা উদযাপন পৌর শাখার সাধারণ সম্পাদক কর্ণমণি দাশ, যুগ্ম সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, ৪নং ওয়ার্ড শাখার সভাপতি সুবিনয় দাশ, সাধারণ সম্পাদক পাণ্ডব দেব, পূর্ব তিমিরপুর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নিশিকান্ত সূত্রধর, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, গীতাসংঘের সভাপতি সুবল চন্দ্র দেব, কণ্ঠশিল্পী বিন্দু সূত্রধর, লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক বিভু আচার্য্য, সাবেক মেম্বার রসময় শীল, প্রগতি সংঘের সাধারণ সম্পাদক রবীন্দ্র দাশ সেলাই, স্বপ্ন সংঘের সাধারণ সম্পাদক শুভ পাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, নবীগঞ্জ গোবিন্দ জিউ আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান চন্দ্র ধর, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, দিপক পাল, সাধন চন্দ্র দাশ, সুনীল চন্দ্র দেব, কালীপদ দেব, পিনাক পুরকায়স্থ নান্তু, অনুপ আচার্য্য, সুজিত বণিক, কানাই পাল, উৎফল দাশ, গুরুপদ দাশ ময়না, রিপন চক্রবর্ত্তী, নিরু দেব, পৌরসচিব মো. আজম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, হিসাব সহকারী জুয়েল চৌধুরী প্রমুখ। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘেœ সম্পন্ন হওয়ার জন্য যা যা করণীয় পৌরসভার পক্ষ থেকে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি এ ব্যাপারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সুশীল সমাজ সর্বোপরি বিভিন্ন পূজা মণ্ডপের পূজারীবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভাশেষে তিনি পৌরসভার পক্ষ থেকে পৌরসভার ৮টি পূজামণ্ডপের প্রতিটি কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে ৭০০০/-(সাত হাজার টাকা) করে অনুদান প্রদান করেন। এছাড়া পৌরসভার পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে মশার ঔষধ ছিটানো, কমিউনিটি পুলিশ নিয়োগ এবং ওরস্যালাইন প্রদান করা হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com