মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জের চরগাও থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার সিএনজি চালকদের মারধরকে কেন্দ্র করে ২দিন ধরে চরগাঁও, তিমিরপুর, রাজাবাদ, রাজনগর চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, উত্তেজনা চলছিল। যে কোন সময় সংঘর্ষের প্রস্তুতি নেয় উভয় পক্ষ। গতকাল শনিবার সকালে র‌্যাব এর একদল সদস্য শহরের মহড়া দিয়েছে। সংঘর্ষে প্রস্তুতি নেওয়ার জন্য চরগাঁও গ্রামে মাঠে চরগাঁও তিমিরপুররের লোকজন ফিকল টেটা, বাশের লাঠি ইটের টুকরা তৈরি প্রস্তুতিকালে নবীগঞ্জ থানা পুলিশের ইনচার্জ এস এম আতাউর রহমান নেতৃত্বে একদল পুলিশ বিপুল পরিমানের দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যায়। অপরদিকে রাজাবাদ গ্রামের ব্যবসায়ী সুমনের আইসক্রীম ফ্যাক্টরী, রাজনগর গ্রামের রাস্তায় মাছের আড়ৎ, আবুল মিয়ার বাড়ি তল্লাশি চালিয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান বলেন, সহিংসতার জন্য যাদের বাড়িতে এবং দোকানে তল্লাশি করলে অস্ত্র পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। আমাদের তল্লাশি অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com