শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

হবিগঞ্জের ডিসি’র বাবা বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল হাই-এর ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল হাই ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। বুধবার রাত ৩.৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বৎসর।
খান মোহাম্মদ আব্দুল হাই রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, রাজবাড়ী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং সাপ্তাহিক পদ্মা বার্তার সম্পাদক। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ১ কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মাহমুদুল কবীর মুরাদ হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসাবে কর্মরত। তিনি পাংশা উপজেলা আওয়ামীলীগের একজন বলিষ্ঠ নেতা ছিলেন। পাংশাতে আওয়ামীলীগের রাজনীতিতে তাঁর রয়েছে ব্যাপক অবদান। গতকাল বৃহস্পতিবার প্রথমে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের যশাই তাঁর নিজ গ্রামে নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর পাংশা সরকারী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পাংশা পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সেখানে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান কর হয়। তাঁর মৃত্যুতে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীসহ রাজবাড়ী জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সুশিল সমাজ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
এমপি আবু জাহিরের শোক
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল হাই’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌদি আরবে হজ্ব পালনরত হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মো. আবু জাহির এমপি, হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, বর্তমান সভাপতি প্রদীপ দাশ সাগর, সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া।
হবিগঞ্জ এক্সপ্রেস পরিবারের শোক
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল হাই’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক হবিগঞ্জে জনাতার এক্সপ্রেস সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, আর টিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, এক্সপ্রেস এর লন্ডন প্রতিনিধি এ রহমান অলি, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, সিনিয়র রিপোর্টার মোঃ কাউছার আহমেদ, কাজী মিজানুর রহমান, আজিজুল ইসলাম সজিব প্রমূখ। সংবাদপত্রে প্রদত্ত এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com