স্টাফ রিপোর্টার ॥ দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিবকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বে) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
অপর এক পত্রে রুহুল কবির রিজভী জানান, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়াম্যান পদে রওশন মোশাররফ শাবানাকে বিএনপির একক প্রার্থী ঘোষণা করে তার পক্ষে সকল নেতাকর্মীকে কাজ করার অনুরোধ জানান। দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে কাজ করলে কোন নেতা কর্মী কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।