শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জ ইউএনও’র সিম ক্লোন ২ চেয়ারম্যানের কাছে চাঁদা দাবী

  • আপডেট টাইম সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৫৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ এবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন-হাসান এর মুঠোফোনের সিম ক্লোন করে দুই ইউপি চেয়ারম্যানের কাছে প্রজেক্টের নামে চাঁদা দাবী করা হয়েছে। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসারের সিএ মাহবুবুর রহমান ও সহকারী সুব্রত দেব এর কাছে জরুরী প্রয়োজন দেখিয়ে টাকা চাওয়া হয়। গত ২৫ এপ্রিল বুধবার বিকেলে পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান ও বাউসা ইউপি চেয়ারম্যান আবু ছিদ্দিকের টাকা চাওয়া হয়। এ ব্যাপারে চেয়ারম্যান ইজাজুর রহমান আবু ছিদ্দিক জানান ২৫ এপ্রিল বিকেলে তাদের মোবাইলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নাম্বার থেকে ফোন আসে। ফোনে তাদের কাছে টিআর ও কাবিখার বরাদ্দের নামে টাকা চাওয়া হয়। এসময় ফোনদাতার কথাবার্তায় সন্দেহ হলে তারা বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান বলেন, একটি প্রতারক চক্র মোবাইল নম্বর ক্লোন করে এ কাজ করেছে। এ বিষয়ে তিনি নবীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে অফিসিয়াল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ ও বার্তা পাঠিয়েছেন। এ বিষয়টি তাৎক্ষণিক নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান ও গ্রামীণফোন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য যে, ইতোপূর্বে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডের মোবাইল সিম ক্লোন করে একই কায়দায় টাকা দাবি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com