রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ ॥ ১ জনের লাশ উদ্ধার নোভা ডিজিটাল সাইন উদ্বোধন করলেন এমপি আবু জাহির আখাউড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে মাধবপুরের নারীসহ আটক ৭ কৃষ্ণনগরে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলা-শিশুসহ আহত ১৫ পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি মিজানুর রহমানকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ মাধবপুর উপজেলা পরিষদের দরজা সবার জন্য উম্মুক্ত ছিল-সৈয়দ শাহজাহান শহরে রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন হবিগঞ্জ পৌর মেয়র সেলিম হাইকোর্টের আদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন সাংবাদিক মুরাদ আহমেদ নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১

একাত্তরের ভয়াল কালরাতের সাহসিকতা ॥ আব্দুল মতিন তরফদারকে পুলিশ সুপারের সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের ২৫মার্চ ভয়াল কালরাতে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত থাকাবস্থায় যেসব পুলিশ সদস্য প্রতিরোধ গড়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তাদেরই একজন চুনারুঘাটের আব্দুল মতিন তরফদারকে সংবর্ধনা দিয়েছেন হবিগঞ্জের পুলিশ বিধান ত্রিপুরা পিপিএম-বার। সংবর্ধিত আব্দুল মতিন তরফদারের বাড়ি চুনারুঘাট থানাধীন চাটপাড়া গ্রামে। তিনি মৃত মাহতাব উদ্দিন তরফদারের ছেলে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে পুলিশ লাইন্স এ তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
পুলিশের এক প্রেসবার্তায় বলা হয় ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানী হানাদার বাহিনীর সদস্যরা রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সদস্যদের উপর সশস্ত্র আক্রমন করে। এতে অনেক পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইনেই শহীদ হন। এই সময় তথায় কর্মরত ছিলেন আব্দুল মতিন তরফদারসহ অন্যান্য পুলিশ সদস্যগণ। স্বশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তানী হানাদার বাহিনীকে প্রতিহত করাসহ তৎকালীন কনস্টেবল আব্দুল মতিন তরফদার বেতার যন্ত্রের মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইন আক্রান্ত হওয়ার সংবাদটি দেশের সকল পুলিশ ইউনিটে অবহিত করেন। উক্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন তরফদারকে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে পুলিশ লাইন্স হবিগঞ্জে জেলার সুযোগ্য পুলিশ সুপার বিধান ত্রিপুরা-পিপিএম-বার এর নেতৃত্বে আ.স.ম শামসুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), এস এম রাজু আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল, মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সদর), মাহবুবুল আলম, ডিআইও (১), জেলা বিশেষ শাখা, হবিগঞ্জসহ হবিগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন তরফদার জেলা পুলিশকে সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করাসহ মুক্তিযুদ্ধকালীন উপরোক্ত ঘটনাসহ বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com