মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে কয়েকদিনের ব্যবধানে ৭টি ট্রান্সফরমার চুরির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ৭টি ট্রান্সফরমারের মধ্যে ১টি আবাসিক গ্রাহক এবং ৬টি রয়েছে সেচ গ্রাহকদের। এ ট্রান্সফরমার চুরির কারণে ব্যাহত হচ্ছে কৃষকের ধানী জমিতে পানি দেয়ার কাজ। কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেচ প্রকল্পের মালিকপক্ষও। এ চুরি রোধে পল্লী বিদ্যুত সমিতির পক্ষ থেকে প্রচার প্রচারণা চালালেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। ইতিমধ্যে বানিয়াচং পল্লী বিদ্যুত জোনাল অফিসের এজিএম কাজী রাকিবুল ইলসামকে প্রধান করে ও সহঃ এনফোর্সমেন্ট শামীমকে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বানিয়াচং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে বানিয়াচং পল্লী বিদ্যুত সমিতির কর্তৃপক্ষ। একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন আবাসিক ও বিদ্যুত চালিত সেচ প্রকল্পের কর্তৃপক্ষ। গত কয়েকদিনের ব্যবধানে বানিয়াচং ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের ঘাগড়া কোনা সেচ প্রকল্পের ৫কেভি ৩টি, বানেশ্বর বিশ্বাসের পাড়ায় ১৫কেভি এবং কবিরপুরে গ্রামের ৫কেভি ৩টি ট্রান্সফরমার রাতের আধারে চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোর চক্র। চুরিকৃত ট্রান্সফরমারের মূল্য প্রায় ৩লক্ষাধিক টাকা। এ বিষয়ে জানতে চাইলে বানিয়াচং জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু জাফর এ প্রতিনিধিকে জানান, বিষয়টি খুবই উদ্বেগজনক, ট্রান্সফরার চুরির ফলে একদিকে যেমন ক্ষতি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, অন্যদিকে ভোগান্তি পোহাতে হচ্ছে বিদ্যুত গ্রাহকদের। তিনি আরো জানান, ইতিমধ্যে বানিয়াচং থানায় ট্রান্সফরমার চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সংঘবদ্ধ এ চক্রটিকে ধরিয়ে দিতে জনগণের সহায়তা চেয়ে এলাকায় মাইকিং করা হয়েছে।