শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টি প্রার্থী আতিক ॥ তালিকায় জাপা নেতা তৌহিদও রয়েছেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জাপার প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব আতিকুর রহমান আতিক নিশ্চিত হয়েছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় তথ্য ও প্রেস উইং সূত্রে জানাগেছে হবিগঞ্জ-৩ আসনে ২০১৪ সালের অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মোহাম্মদ আতিকুর রহমান আতিক মনোনয়ন দেন। জাপা নেতা আতিকুর রহমান আতিক এ নির্বাচনে বিপুল ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও হবিগঞ্জ-৩ আসনে আতিকুর রহমান আতিক দলীয় প্রার্থী হিসাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মনোনীত করে নির্বাচনীয় কাজ করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও এ আসনে জাপা নেতা আতিকের পরে হবিগঞ্জ জেলা জাপা যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ এর নামও দলীয় প্রার্থীর তালিকায় রয়েছে বলে জানাগেছে। এ ব্যাপারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হবিগঞ্জ জেলা আহ্বায়ক আতিকুর রহমান আতিক জানান, জাতীয় পার্টি ৩শ আসনে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। এ হিসেবে আমরা একক নির্বাচনে অংশ গ্রহনের জন্য প্রস্তুতি নিচ্ছি। দলীয় চেয়ারম্যান আমাকে হবিগঞ্জ-৩ আসনে আমাকে সম্ভাব্য প্রার্থী মনোনীত করে কাজ নির্দেশ দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত কিছু দিনের এ ব্যাপারে হবিগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলীয় চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে প্রাথমিক ভাবে মনোনীত করেছেন আমরা জেনেছি। তার পরবর্তীতে দলীয় প্রার্থীর তালিকায় আমার নাম রয়েছে। কিন্তু ইদানিং দলীয় শৃংখলা ও পল্লীবন্ধু এরশাদের সিদ্ধান্ত অমান্য করে অনৈতিকভাবে বুলবুল নামে একজন প্রবাসী তাহাকে হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে নিজের নাম প্রচার-প্রচারনা করে জনগণ ও দলীয় নেতা-কর্মীকে বিভ্রান্ত করছেন। যা দলীয় গঠনতন্ত্র ও পল্লীবন্ধু এরশাদ-এর সিদ্ধান্ত পরিপন্থি। আমরা হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং নেতা-কর্মীদেরকে কোন প্রকার বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com