স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্র্ভূক্তির জন্য শহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের নিকট থেকে আবেদন আহবানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শনিবার দুুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাব সভাপতি প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া ও সাধারণ সম্পাদক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের প্রায় ৩০ জন সদস্য আলোচনায় অংশ নেন। সভায় আলোচনা হয় ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবে প্রায় প্রতিবছরই গঠনতন্ত্র অনুসরণ করে আবেদনকারী প্রকৃত সাংবাদিকদের সদস্য করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরও নতুন সদস্য অন্তর্ভূক্ত করা হবে। হবিগঞ্জ শহরে বসবাসরত যেসব সাংবাদিক বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদেরকে প্রেসক্লাবের সদস্যপদ লাভের জন্য ক্লাব সভাপতি বা সাধারণ সম্পাদক বরাবরে আবেদন করার আহবান জানিয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আরো আলোচনা হয় যে, প্রেসক্লাব নেতৃবৃন্দ লক্ষ্য করছেন প্রেসক্লাবের সদস্য নন এমন কেউ কেউ ইদানিং নিজেদেরকে প্রেসক্লাবের নেতৃত্বের দাবি করে নিয়ম বহির্ভূতভাবে ক্লাবে প্রবেশ করে ক্লাবের ঐতিহ্য নষ্ট করেছেন। সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি যারা প্রেসক্লাবের সদস্য না হয়েও প্রেসক্লাবের প্রতি সম্মান প্রদর্শন করে প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ ছাড়া উদ্ভুত পরিস্থিতিতে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সমাজের বিশিষ্টজনদের সাথে প্রেসক্লাবের আলাদা মতবিনিময়সভা করার সিদ্ধান্ত হয়। সভায় হবিগঞ্জে সাংবাদিকতা জগতের পথিকৃৎ ইত্তেফাকের হবিগঞ্জ প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সাংবাদিকতার ৫০ বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি হাফেজ সিদ্দিক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবালের মা ফয়জুন্নেছা খাতুন ও ছোটবোন নার্গিস আরা বেগম, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদের ছোট ভাই চৌধুরী মাহফুজ মুরাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া ক্লাবের যেসব সদস্য ও নেতৃবৃন্দ ইতোপূর্বে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় কিছুদিনের মধ্যে প্রেসক্লাবে মিলাদ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। বিশেষ সাধারণ সভায় যারা আলোচনায় অংশ নেন তাদের মধ্যে রয়েছেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ সফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, বর্তমান সহ-সভাপতি মোঃ ঈসমাইল হোসেন, সাবেক সহ-সভাপতি যথাক্রমে মোঃ আব্দুস শহীদ, আব্দুল বারী লস্কর, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোঃ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, সদস্য মোঃ আব্দুল হাই, সায়েদুজ্জামান জাহির, আলমগীর খান, মোঃ নুরুজ্জামান ভূইয়া মামুন, সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাশেদ আহমদ খান, শ্রীকান্ত গোপ, শফিকুল আলম চৌধুরী, এম এ মজিদ, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, আব্দুল মঈন চৌধুরী টিপু, শরীফ চৌধুরী, আবু হাসিব খান পাবেল, মোহাম্মদ নুর উদ্দিন ও এসএম সুরুজ আলী প্রমূখ।