অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুল মতিন (৪৫)। তিনি মদনপুর গ্রামের মৃত ফিরুজ আলীর ছেলে।
বুধবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে এএসআই জাকির ও রুবেল দাশসহ একদল পুলিশ পুরাসুন্দা লাদিয়া রোডের বড়ইতলা এলাকায় সড়ক থেকে আব্দুল মতিন (৪৫)কে মদ বিক্রির সময় হাতেনাতে আটক করেন। শায়েস্তাগঞ্জ থানার অফিসার এসআই জাকির হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।