স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নাশকতার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলার শাখার সভাপতি বহুলা গ্রামের আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শহরের ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, খালেদা জিয়ার রায়ের দিন ভাঙচুরের ঘটনায় হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মান্নান।