বুধবার, ২১ মে ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

হবিগঞ্জ এখন উন্নয়নের অনন্য দৃষ্টান্ত-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি। যোগাযোগ ব্যবস্থায় প্রতিবন্ধকতা থাকলে দেশের উন্নয়নই শুধু ব্যাহত হয় না বরং দেশের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ সব খাতে দেখা দেয় ধীরগতি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করেছে। রবিবার ৩৫ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার দক্ষিণ চারিনাও এলজিইডি সড়ক থেকে চারিনাও কোণার বাড়ি এবং কমিউনিটি ক্লিনিক থেকে শংকরপাশা জামে মসজিদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তৃতায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে দুইবার আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে হবিগঞ্জ-লাখাইবাসী উন্নয়নের কাজে প্রতিটি দিন ব্যস্ত থেকেছি। এরই ফলশ্র“তিতে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে। যা পুরো জেলার মানুষ ভোগ করতে পারছেন। এ কারণেই হবিগঞ্জ এখন উন্নয়নের অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, উপজেলা ইঞ্জিনিয়ার ওবায়দুল বাশার, উপ সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক বদরুল করিম দুলাল, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমরান আহমদ, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ইউপি চেয়ারম্যান এনামূল হক শেখ কামাল, আওয়ামী লীগ নেতা মন্টু শীল, এমদাদুর হক মিলন, মহিবুল হাসান নোমান, আব্দুূল আহাদ, সুরুজ মিয়া মেম্বার, বজলুর রহমান, গিয়াস উদ্দিন, মহিলা মেম্বার সামছুন্নাহার, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মখলিছ মিয়া এবং এলাকার মুর”ব্বীয়ানসহ নানা শ্রেণি-পেশার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com