মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেবপাড়া বাজারে আনসারুল উলামার শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজ সোবামূলক সংগঠন আনসারুল উলামা ইউকের পক্ষ থেকে নবীগঞ্জ ১০নং দেবপাড়া বালিদারা বাজারে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এলাকার অসহায় এতিম, বিধবা ও মাদ্রাসার ছাত্র/ছাত্রী এবং অমুসলিমদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পীরে  কামেল মরহুম মনির উদ্দীন (রাহঃ) নাজিম এর পুত্র লন্ডন প্রবাসী হযরত মাওঃ বিল্লাহ আবু যারাহ কর্তৃক প্রতিষ্ঠিত আনসারুল উলামা গতকাল দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম সম্পন্ন করে।
আনসারুল উলামার মোহতারাম সভাপতি মাওঃ হাফিজ বিল্লাহ আবু যারাহ কর্তৃক প্রবাসীদের সহযোগীতায় এলাকার হত দরি অসহায় অনাথ ও গরীব ছাত্র ছাত্রীদের মাঝে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি মাওঃ হাফিজ শায়খ ফজলুর রাহমানের সভাপতিত্বে ও ফারহান আরিফের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন, মাওঃ শাহ আব্দুস সালাম, মাওঃ হাফিজ মুতাওয়াক্কিল বিল্লাহ, মাওঃ আব্দুর রশিদ, মাওঃ বশির আহমদ, মাওঃ হাফিজ মুফতি মাহফুজ তাহমিদ, মাও, হাফিজ মুন্তাছির বিল্লাহ, মাওঃ শাহ আব্দুস সালাম ছালিক, মাওঃ সাইফুর রাহমান খান, মাওঃ মঈনুল ইসলাম খান, মাওঃ ইজাজুল আলম মানিক, আব্দুল মুকিত প্রমূখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ তাজুল ইসলাম, মাওঃ আব্দুল আহাদ নোমানী, মাওঃ ইলিয়াস, মাওঃ মানছুর বিল্লাহ, মাও, মুজাহিদ বিল্লাহ। বিতরণ অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষে সবাইকে নিয়ে মোনাজাত পরিচালানা করেন খলিফায়ে গুনই মাওঃ শায়খ ফজলুর রাহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com