মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

বানিয়াচংয়ে মতবিনিময় সভায় এমপি মজিদ খান ॥ অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫১৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এমএ মজিদ খান বলেছেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমি দেশ ও জনগণের কল্যাণের স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাকে সোনার মানুষে রূপান্তরিত করতে চাই। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট করে দিয়েছি, স্কুল কলেজ মাদ্রাসা নতুন নতুন ভবন করে দিয়েছি, গ্রামে গ্রামে প্রায় ৪৫০ কিঃমিঃ বিদ্যুৎ দিয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানসহ সার্বিক বিভিন্ন বিষয়ে উন্নয়নে কাজ করেছি। আপনাদের অনেক দাবি পূরণ করেছি আরও দাবি আছে সেই দাবিগুলোও পূরণ করার জন্য আমাকে সময় ও সুযোগ দিতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। গতকাল শুক্রবার বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর বাজারে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কদুপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বির মাহিদ মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা লুৎফুর রহমান মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কদুপুর গ্রামের মুরুব্বি তৌহিদ মিয়া, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আংগুর মিয়া, সদস্য আব্দুল মোছাব্বির, বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমেদ প্রমুখ। এছাড়া তিনি বেতকান্দি ও রাজাপুর গ্রামে মতবিনিময় সভা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com