স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযোগের তদন্ত করে ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথেই দুর্বল প্রতিপক্ষের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গত ২৪ নভেম্বর সন্ধ্যে সাড়ে ৬টার দিকে বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনা আইন অমান্য করার বহি:প্রকাশ এবং দুর্বলের উপর সবলের অত্যাচার বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গুনই গ্রামের কাজী আব্দুল করিম ও প্রতিবেশী আলমগীর মিয়া এবং জুবায়েরের মধ্যে চলাচলের একটি রাস্তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আব্দুল করিম পক্ষ অভিযোগ করেন-তারা যে রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন সেই রাস্তাটি আলমগীর মিয়া ও জুবায়ের বন্ধ করে দেন। এ ঘটনায় কাজী আব্দুল করিম বাদী হয়ে ২০ সেপ্টেম্বর হবিগঞ্জ আদালতে ১৪৪ ধারায় আবেদন করেন। বিজ্ঞ বিচারক এ ব্যাপারে তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেন। সহকারী কমিশনার অভিযোগটি তদন্ত করার জন্য স্থানীয় তহশিল অফিসে প্রেরণ করেন। বিষয়টি এখনো তদন্তাধীন।
এদিকে কাজী আব্দুল করিম আদালতে ১৪৪ ধারায় অভিযোগ দায়েরের পর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। তাদের হুমকিতে কাজী আব্দুল করিম বাদী হয়ে বানিয়াচং থানায় ২৩ নভেম্বর ১০৭ ধারায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পরদিন ২৪ নভেম্বর বানিয়াচং থানার এএসআই আল আমীন ঘটনাস্থল পরিদর্শণ করেন। তদন্ত শেষে এএসআই আল আমীন ঘটনাস্থল ত্যাগ করার পরপরই প্রতিপক্ষের লোকজন কাজী আব্দুল করিমের লোকদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাংচুর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে বলে অভিযোগ করেন কাজী আব্দুল করিম। তাদের হামলায় আহতদের মধ্যে কাজী আব্দুল জলিল (৫৫), কাজী আব্দুল কদ্দুছ (৪৫) ও কাজী নবির হোসেন (৪১)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কাজী আব্দুল করিম বানিয়াচং থানায় অভিযোগ দিয়েছেন।
এদিকে এ ঘটনার পর থেকে দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কাজী আব্দুল করিমের পক্ষের লোকজন আবারো হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে তারা জানান।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার আজিজুর রহমান খান (কালা মেম্বার) বলেন, আলমগীর গংরা পঞ্চায়েতের চলাচলের রাস্তাটি ব্লক করে দিয়েছিল। আমরা বিচারের মাধ্যমে রাস্তা খুলে দিয়েছিলাম। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে।