বুধবার, ২১ মে ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

বিশেষ ক্ষমতা আইনে দায়েরী মামলার নথি পাওয়া যাচ্ছেনা ॥ ইউপি চেয়ারম্যান নুরুল হক ভূইয়াকে আদালতে হাজির হওয়ার নোটিশ

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক ভূইয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত বিচারাধীন মামলার নথি পাওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে অভিযোগের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার জন্য তাঁকে নোটিশ করা হয়েছে। হবিগঞ্জ জেলা ও দায়রা জজ এর কার্যালয় থেকে বিগত ২৩ অক্টোবর স্বাক্ষরিত কোর্ট নোটিশে বলা হয়, “আদালতে বিঃ ট্রাইঃ ১৬/৮৭ নং মামলার নথি পাওয়া যাচ্ছে না। তাই উক্ত নথি সম্পর্কে তথ্য জানা আবশ্যক বিধায় আপনি (মোঃ নুরুল হক ভূইয়া) আগামী ২৭ নভেম্বর ২০১৭ইং সকাল ১০ ঘটিকায় আদালতে হাজির হইবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।”
সূত্রে জানা গেছে, বিগত ১৯৮৭ সালে মোঃ নুরুল হক ভূইয়ার গোদাম থেকে বিপুল পরিমাণ চিনি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল হক ভূইয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় বিশেষ ট্রাব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলা নং ১৬/১৯৮৭, তারিখ ৮/১২/১৯৮৭ইং, এবং জি আর মামলা নং-১২/১৯৮৭ আজমিরীগঞ্জ ২ (৫) ১৯৮৭। জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধিন ১৬/৮৭ নং মামলার নথিটি রহস্যজনক ভাবে পাওয়া যাচ্ছেনা বলে আদালতকে অবহিত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে নথি সম্পর্কে তথ্য জানার জন্য নুরুল হক ভূইয়াকে কোর্ট নোটিশ প্রদান করা হয়েছে।
মামলার অভিযুক্ত নুরুল হক ভূইয়া দীর্ঘ মেয়াদ ধরে কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com