বুধবার, ২১ মে ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

চুনারুঘাটে সুতাং নদী থেকে ফের বালু উত্তোলন শুরু

  • আপডেট টাইম শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৫৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সুতাং নদী থেকে ফের বালু উত্তোলন শুরু হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আন্দোলন এবং প্রশাসনের তৎপরতায় তিনমাস পূর্বে বালু উত্তোলন বন্ধ হলেও গত কয়েকদিন ধরে জিতু মিয়া ও তাঁর সহযোগিরা অবাধে সুতাং নদীর বিভিন্ন অংশ থেকে বালু উত্তোলন শুরু করেছে।
স্থানীয়রা জানান, জিতু মিয়া প্রশাসনের কতিপয় কর্মচারীর সহযোগিতায় এবং উপজেলা আওয়ামীলীগের এক নেতার ছত্রছায়ায় বালু উত্তোলন করে আমতলী এলাকায় অবৈধভাবে ডিপো করে তা বিক্রি করছেন। এতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যে কোন সময় আবার এ নিয়ে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের ফলে একদিকে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে অপরদিকে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, জিতু মিয়া সরকারীভাবে মহাল লীজ না নিয়ে মহামান্য হাইকোর্টের একটি আদেশ দেখিয়ে বিগত তিনমাস পূর্বে তাঁর লোকজন নিয়ে বালু উত্তোলন শুরু করেন। স্থানীয়রা বাঁধা দিলে তার লোকজন বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এনিয়ে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা ও সহকারি কমিশনার তাহমিনা খাতুন গিয়ে বালু উত্তোলনের কোন বৈধ কাগজপত্র না থাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দেন। প্রায় ৩ মাস বালু উত্তোলন বন্ধ থাকলেও গত কয়েকদিন ধরে জিতু মিয়া তাঁর লোকজন নিয়ে পুনরায় সুতাং নদীর বনগাও এলাকা থেকে বালু উত্তোলন করে আমতলী এলাকায় ডিপো করে বালু বিক্রি করছেন। এনিয়ে স্থানীয় চেয়ারম্যান তাকে বালু উত্তোলন না করতে বাধা প্রদান করলেও তিনি মানছেন না।
জানা যায়, জিতু মিয়া উপজেলা আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতাকে ম্যানেজ করে এবং ভূমি অফিসের কতিপয় কর্মচারীকে ম্যানেজ করে বালু উত্তোলনে নামেন। এনিয়ে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জনসাধারণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বালু উত্তোলন এবং বাধা দেওয়া নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com