স্টাফ রিপোর্টার ॥ আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট একক প্রার্থী ঘোষনা করেছে। চেয়ারম্যান পদে সদর উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়ালকে ভাইস চেয়ারম্যান ঘোষণা করেছে। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। গতকাল শনিবার দলীয় কার্যালয়ে বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত জেলা বিএনপি’র এক নীতি নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা বিএনপি’র সহ-সভাপতি দেওয়ান মসউদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি এডঃ আব্দুল নূর খান, মাহফুজ আলী খান, এডঃ শামছু মিয়া চৌধুরী, এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, গোলাম মোস্তফা রফিক, উপদেষ্টা এম এ মন্নাফ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, ইসলাম তরফদার তনু, ডা. আহমুদুর রহমান আবদাল, এডঃ নুরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, এম জি মোহিত, সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম, সর্দার মোঃ আইয়ূব আলী পোদ্দার, হাজী এনামুল হক, মোঃ করম আলী, অধ্যাপক এনামুল হক, মোহাম্মদ নাহিজ, এডঃ এস এম বজলুর রহমান, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, মেয়র ফরিদ আহমেদ অলি, মুখলিছ উর রহমান তালুকদার, মিয়া মোঃ ইলিয়াছ, জালাল আহমেদ, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সৈয়দ মুশফিক আহমেদ, এডঃ ফাতেমা ইয়াছমিন, সৈয়দা লাভলী সুলতানা, এডঃ কামরুল ইসলাম, আজম উদ্দিন, ফারুক আহমেদ, ক্বারী কবির হোসেন, মাওলানা কাশেম বিল্লাহ, এডঃ আফজল হোসেন প্রমূখ। সভায় ঘোষিত একক প্রার্থীদের পক্ষে সকলকে কাজ করার আহবান জানানো হয়।