শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

বাহুবলের অম্পু হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৪১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাহুবলের শ্যামপুর গ্রামের অম্পু সূত্রধর হত্যা মামলার আসামী চিত্র মোহন সূত্রধর (৪০)কে গ্রেফতার করেছে। সে সাহুবল উপজেলার শ্যামপুর গ্রামের হরিবল সূত্রধরের পুত্র। গত ২০১৬ সনের ৩ সেপ্টেম্বর সকাল অম্পু সূত্রধরকে হত্যা করা হয়। মোহন ওই মামলার আসামী। ঘটনার পর থেকে মোহন পলাতক ছিল। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত সোমবার বিকেলে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের এডি জে.এম. ইমরান এর নেতৃত্বে অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া বাজারে অভিযান চালিয়ে চিত্র মোহন সূত্রধরকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মোহনকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com