স্টাফ রিপোর্টার ॥ বাহুবল ও মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন ৩ চেয়ারম্যান প্রার্থী, ৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। তন্মধ্যে বাহুবলে চেয়ারম্যান প্রার্থী ২জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন এবং মাধবপুরে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন। বাহুবলে জামানত হারানো প্রার্থীরা হলেন-
চেয়ারম্যান প্রার্থী এলডিপি সভাপতি সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম চৌধুরী (দোয়াত-কলম), ভাইস চেয়ারম্যান প্রার্থী (আওয়ামী লীগ সমর্থিত) উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি (বৈদ্যুতিক বাল্ব), বিএনপি নেতা মোঃ আইয়ূব খান (চশমা), আওয়ামী লীগের বিদে”াহী প্রার্থী তারা মিয়া (টিয়া পাখি) ও জামায়াত নেতা এটিএম তামীম (টিউবওয়েল)। মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন-চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ শাহ্ হাবিব উল্লাহ সূচন (ঘোড়া), ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আছিব আলী (টিয়া) ও আব্দুল আউয়াল শাহ (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম (কলস), তানিয়া আক্তার (প্রজাপতি) ও হোসনে আরা ওলি (ফুটবল)।