শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

আতিকের মায়ের মৃত্যুতে এরশাদ ও রওশন এরশাদসহ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের মা সৈয়দা হাসিনা খাতুন এর দাফন আজ রবিবার বাদ আছর সিলেট হযরত শাহজালাল (রাঃ) মাজার কবরস্থানে সম্পন্ন করা হবে। এর আগের ২য় জানাজার নামাজ রবিবার বাদ জোহর মরহুমার গ্রামের বাড়ি সিলেট দক্ষিণ সুরমার জাহানপুর (হরগৌরী) মরহুম খান সাহেব বজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
শনিবার বাদ আছর ঢাকার গুলশান আজাদ জামে মসজিদে মরহুমার ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমি হাওলাদার এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, আইনজীবি, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। জানাজার নামাজ শেষে মরহুমার লাশ হিমাগারে নিয়ে রাখা হয়। উল্লেখ শুক্রবার জুমআ’র নামাজের পর তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
শোক
জাপার প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা আহ্বায়ক আতিকুর রহমান আতিকের মা সৈয়দা হাসিনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোক বার্তায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক  প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, তালেব আলী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিজবাহ উদ্দিন শোক প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com