স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের আম্মা সৈয়দা হাসিনা খাতুন গতকাল শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন। গতকাল জুম্মার নামাজের পর তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষনিক ইউনাইটেড হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল (৮২) বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ আছর ঢাকার গুলশান আজাদ জামে মসজিদে মরহুমার ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ২য় জানাজার নামাজ রবিবার বাদ জোহর মরহুমার গ্রামের বাড়ি সিলেট দক্ষিণ সুরমার জাহানপুর (হরগৌরী) মরহুম খান সাহেব বজলুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাদ আছর হযরত শাহজালাল (রাঃ) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে মাজারেই মরহুমার দাফন সম্পন্ন হবে। জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসল্লীদের অংশ গ্রহন করার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বর্ণাঢ্য জীবনের অধিকারী সৈয়দা হাছিনা খাতুন (হযরত শাহ জালাল (রাঃ) এর অন্যতম প্রধান সেনাপতি হযরত নাসির উদ্দিন সিপাহ সালাহ এর বংশধর)। তাঁর স্বামী মরহুম খান সাহেব বজলুর রহমান (অভিভক্ত ভারত বর্ষের আসাম প্রদেশের অবসরপ্রাপ্ত ডি.এস.পি ছিলেন)। তাঁর বড় ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট সিলেট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারী মোহাম্মদ মাহবুবুর রহমান, ২য় ছেলে আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা আহ্বায়ক ও প্রিন্স গ্র“প অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মরহুমার ছোট ছেলে মোহাম্মদ জুবেদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী (যুক্তরাষ্ট্রের সিটিজেন)। মরহুমার ৪ মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত। ব্যক্তিগত জীবনে তিনি যেমন একজন ভাল মানুষ ছিলেন ধর্মীক। তিনি শায়েস্তাগঞ্জে দাউদনগরের মরহুম সৈয়দ সামছুদ্দিন ও মরহুম সৈয়দ কমর উদ্দিনের বোন। এদিকে জাপার প্রেসিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা আহ্বায়ক আতিকুর রহমান আতিকের মা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শংকর পাল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজমান আলী, কাউছার উল-গনি, আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, আব্দুল মুকিত লস্কর, মীর জিয়াউল হক জিয়া, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি প্রফেসর আবিদুর রহমান, জেলা যুব সংহতির আহ্বায়ক প্রভাষক এসএম লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জালাল, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, জেলা ছাত্র সমাজ সভাপতি জুবায়েদ হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবসহ জেলা জাতীয় পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অপর এক শোক বার্তা মরহুমা হাছিনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ চৌধুরী।