চুনারুঘাট প্রতিনিধি ॥ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীর বাড়ী থেকে ৯ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে বাল্লা বিজিবি। সোমবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের ফারুকের বাড়ীতে অভিযান চালিয়ে বাল্লা বিজিবি’র নায়েক জামাল ওই হুইস্কি উদ্ধার করেন। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক পালিয়ে যায়। আটক মাদকের আনুমানিক মুল্য প্রায় ৮ হাজার টাকা। গোবরখলা গ্রামের মৃত ছন্দু মিয়ার পুত্র ফারুক দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত। তার বিরোদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। একটি মামলায় তার দুই বছরের সাজা হয়। সাজা মাথায় নিয়েও ফারুক মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।