স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার অমৃতা গ্রামে স্বামীর সাথে অভিমান করে আরিফা আক্তার (২৫) নামের এক সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মঈন উদ্দিনের স্ত্রী। আরিফার পরিবার সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকালে আরিফা তার স্বামীর সাথে ঝগড়া করে। এরপরই সে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। সেখানে নিয়ে যাবার পথে রাস্তায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।