শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

ননীদা’রা ও আমাদের দিনগুলো

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৬৪৩ বা পড়া হয়েছে

আশরাফুল নওশাদ
আমার জন্ম পুরোপুরি ভাটি এলাকা না হলেও উজান এলাকা বলা যাবেনা। হবিগঞ্জের নবীগঞ্জ আমাদের জন্মস্থান। নবীগঞ্জের আলো বাতাসেই আমার বেড়ে উঠা। নবীগঞ্জে ভাটি এবং উজান দুটোর পরিচয়ই বিদ্যমান। তবে আমাদের পৈতৃক গ্রামের বাড়ী হবিগঞ্জ সদর থানার আছিপুর গ্রামে। তা আবার পুরোপুরি উজান অঞ্চল। শহরের বাড়ী বলতে আমাদের নবীগঞ্জের বাড়ী। আব্বা ছিলেন সরকারী কর্মকর্তা। তিনি বিভিন্ন জায়গায় বদলি হলেও আমরা পড়ালেখার সুবিধা এবং অন্যান্য কারনে স্থায়ী ভাবে নবীগঞ্জেই বসবাস করেছি। বর্ষার মৌসুমে চারিদিকে পানি থৈ থৈ। ছোট ছেলে মেয়েদের যখন তখন পানিতে ঝাপ। ব্রিজের উপর থেকে নদীতে লাফ দেয়া। বেহিসেবি সময় সাঁতার কাটা। ছোট বড় নৌকার ছুটাছুটি। নৌকার গুলই ধরে ঝুলে থেকে ভেসে যাওয়া। তাজা ছোট মাছে বাজার সয়লাবের দৃশ্য। তিনকোণা জাল দিয়ে ছোটমাছ ধরা। খুব ভোরে ছিটকি জাল ওয়ালা জেলের কাছ থেকে তাজা ছোটমাছ কিনে আনা। বিকেলে খেলার মাঠের যে অংশটুকু পানিতে ডুবতনা সেখানে পানি কাদায় গড়াগড়ি করে ফুটবল খেলা। ইত্যাদি নানা আনন্দের মধ্য দিয়ে আমরা আমাদের ছোটবেলার বর্ষা পার করেছি। এখনো নিশ্চয়ই বর্ষা আসে বর্ষা যায়। হয়তো আগের মতোই। যে বর্ষাকে আমরা এখনো খুঁজে বেড়াই কে জানে সে কি আমাদের খুঁজে। স্কুল ছুটি থাকতো মাসাধিকাল। স্কুল পডূয়া ছেলে মেয়েরা প্রতি বৎসর উন্মুখ হয়ে থাকতো গ্রীস্মের ছুটির জন্যে। স্কুল ছুটির সময় যার যার ক্লাসের শিক্ষককে উপহার দিয়ে ছুটির ঘোষণা শুনতাম। কিন্তু সেই রকম আনন্দ বর্তমান প্রজন্ম উপভোগ করে কি না আমি পুরোপুরি জানিনা। তবে যতদুর জানি আগের মতো মাছে বাজার সয়লাব হয় না। খেলাধুলার পর্যাপ্ত খোলা জায়গা আগের মতো নেই। জনসংখ্যার আধিক্যে সংকুচিত হয়েছে খেলার মাঠ। সংকুচিত হয়েছে জলাশয়। মাছের অভয়ারণ্যে গড়ে উঠেছে মানুষের আবাস। এসব কারনে আনন্দেও পড়েছে ভাটা। কখন যে কোন ফাঁক দিয়ে অতি প্রিয় গ্রীস্মের ছুটি শেষ হয়ে যায় টেরও পাওয়া যায় না। অথচ আমাদের সময়ে ছেলে মেয়েদের নানা আনন্দ আয়োজনে টের পাওয়া যেতো স্কুল যে বন্ধ । সে যাই হোক, আজ নিজের ছোট বেলার গল্প লিখতে বসি নাই। আজ কয়জন খেটে খাওয়া ভাল মানুষদের নিয়ে স্মৃতি চারণ করতেই লিখতে বসেছি। নিতান্তই সহজ সরল ভাল মানুষ তারা। আমাদের পাশেই ছোট্ট একটি গ্রামে বাস করতেন, এখনো করছেন। গ্রামটির অফিসিয়েল নাম আক্রমপুর। কিন্তু আমরা মালিহাটি হিসেবেই জানতাম। যদিও এখন আর গ্রাম নয় পুরোই শহর। তাদের পাড়া প্রতিবেশীরাও অনেকেই বেশি দামের লোভে প্রবাসী ক্রেতাদের কাছে পৈত্রিক ভিটা বিক্রি করে চলে গেছেন অন্যত্র। হরি মালাকার, জতি মালাকার, ননী মালাকার ও আহ্লাদ মালাকার। তারা চার ভাই। আমরা হরিদা, জতি দা, ননী দা ও আহ্লাদ দা বলেই ডাকতাম। তারা অবশ্য এখনো পৈত্রিক ভিটা খানি ধরে রেখেছেন। তাদের মূল কাজ ছিল বর্ষার মৌসুমে ভাড়ায় নৌকা চালানো এবং করতেন নিজের ও অন্যের জমি চাষ। আমাদের যে যৎসামান্য ধানের জমি ছিল তা তারা সব ভাইরা মিলেই চাষাবাদ করতেন। ধান কাটার মৌসুমে ধান কেটে আমাদের বাসায় এনে গরু দিয়ে মাড়াই দিয়ে তাদের অংশ নিয়ে যেতেন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে। এছাড়াও বাঁশের ব্যবহার সংশ্লিষ্ট সব ধরনের কাজ জানতেন তারা সব ভাইরা খুবই সুনিপুণ ভাবে। অর্থাৎ বাঁশের বেড়া, খড়ের ছাউনির ঘর, ঘরের বাঁশের খুঁটি লাগানো ইত্যাদি নানা কাজে তারা ছিলেন পরিপক্ষ। আমাদের ছোটবেলায় ঘরে বাঁশের ব্যবহার ছিল। বিশেষ করে গরুঘর, রান্নাঘর ছিল বাঁশের খুঁটির এবং পুকুরের চতুর্দিকে ছিল বাঁশের বেড়া। সুতরাং প্রতি বৎসর বেড়া বা খুঁটি মেরামতের প্রয়োজন হতোই। এসব কাজে হরি দা দের বিকল্প কেউ ছিল না। ভাই এ ভাই এ ছিল তাদের অপূর্ব শ্রদ্ধা ও ভালবাসার সম্পর্ক। যা অনুকরণীয়। চাষাবাদ ছাড়া অন্যকোন কাজ করতে আসলে বেশির ভাগ সময় যে কোন দুই ভাই মিলে কাজ করতেন অথবা তিনজন। আর ধান চাষ করা থেকে শুরু করে ধান কেটে ঘরে তোলা পর্যন্ত সব ভাইরা মিলে করতেন। প্রয়োজনে আসতেন উনাদের এক ভগ্নীপতি। লেখাপড়ায় তারা তেমন এগুতে পারেননি ঠিক। কিন্তু তাদের আচার ব্যবহার এবং বয়োজ্যেষ্ঠদের সাথে সম্মান দিয়ে কথা বলার যে শিক্ষা তাদের ছিল, তা অনেক লেখাপড়া জানা লোকের কাছেও পাওয়া দুষ্কর। সবচেয়ে মজার ব্যাপার ছিল তারা সব ভাইরা মজার মজার গল্প জানতেন। বিশেষ করে হরিদা। হরিদাই ছিলেন সবার বড়। কাজ করতেন এবং গল্প বলতেন। গল্পে কাজের ব্যাঘাত হতোনা। হরিদা ছিলেন মজার মজার জোকস ও গল্পের ভান্ডার। তাছাড়াও জানতেন প্রচুর খনার বচন। তারা কাজে আসলে তাদের কাছে আমিও থাকতাম কাজে সহযোগিতা করার উছিলায় এবং চা বিস্কুট এনে দিতাম। মূলকথা গল্প শুনা। ননীদা আমাকে ছোট ভাইয়া ডাকতেন। ননীদা আমাদের বাসায় একটু বেশি আসতেন। আম্মার কোন কিছুর প্রয়োজন হলে আম্মা ননীদাকে ডেকে পাঠাতেন। আমার আব্বাকে অসম্ভব শ্রদ্ধা করতেন তারা সব ভাইরা। আব্বা কিছু বললে  তা যে কোনভাবে পালন করতেনই। আব্বাকে পিসামশাই ও আম্মাকে পিসিমা বলে ডাকতেন। আমার আম্মাও তাদের সবাইকে খুব ভালবাসতেন। কাজ ছাড়াও প্রায়ই তারা আমার আম্মার কাছে আসতেন দেখা করতেন। বাসায় আসলে চা বিস্কুট, পান সুপারী ছিল তাদের জন্য নিত্য দিনের আপ্যায়ন। আম্মার হাতের চা ছিল তাদের খুব প্রিয়। আমাদের পাড়া প্রতিবেশি সহ অনেকের কাজই করতেন তারা। তবে আমাদের সাথে তাদের বন্ধনটা ছিল আত্মীয়ের মতো। তাদের পূজা পার্বনে বিশেষ করে সংক্রান্তিতে আমাদের নিমন্ত্রণ থাকতোই। আমরা ভাই বোনরা মিলে যেতাম সবসময়। আমাদের ঈদে আমার আম্মা তাদেরকে আলাদা করে ডেকে এনে খাওয়াতেন। আমাদের রান্না ঘর লাগুয়া একটা ভালজাতের বড়ই গাছ ছিল। ঐ গাছের বড়ই কোন বছর পুরোপুরি পাকা পর্যন্ত পৌঁছেছিল কি না আমার জানা নেই। এর আগেই তা সাফাই হয়ে যেতো আমরা ভাইবোনরা সহ পাড়া প্রতিবেশী ভাই বন্ধুর মাড়ির যাতাকলে। ঠিক তেমনি একটা বড়ই গাছ ছিল ননীদাদের বাড়ীতে। সে গাছে আমার অধিকার ছিল পাকাপোক্ত। উপরন্তু বড়ই মৌসুমে অন্য কোন কারনে ননীদাদের বাড়ীর পাশে গেলেও ননীদা ডেকে বলতেন ছোট ভাইয়া বড়ই নিয়ে যান। ২০০৩ সালে আমার আম্মা মৃত্যু বরণ করেন। আম্মা অসুস্থ হলে পরে আমি আম্মাকে ঢাকায় নিয়ে আসি। শেষ পর্যন্ত আম্মাকে বাঁচাতে পারিনি। আম্মার মৃতদেহ নবীগঞ্জ নিয়ে যেতে একটু দেরি হয়ে হয়েছিল গাড়ীর যান্ত্রিক ত্র“টি ও ট্রাফিক জ্যামের কারনে। যেখানে দুপুরের পর পৌছার কথা ছিল সেখানে আমাদের পৌছুতে হয়েছিল সন্ধ্যার পর। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও নবীগঞ্জের অসংখ্য মানুষ অপেক্ষারত ছিলেনই এবং দেখলাম সবার সাথে মলিন চেহারায় তারা ভাইরাও সারাদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের প্রিয় পিসিমাকে শেষবারের মতো দেখার জন্য। আমাদের পৌছুতে দেরি হওয়ার কারনে অনেক মানুষ অপেক্ষা করে চলেও গিয়েছিলেন। আমার আম্মার প্রতি এতসব মানুষের ভালবাসা ও শ্রদ্ধার ঋন আমরা কোনদিন শোধ করতে পারবো না। তবে সবাই যেন ভাল থাকেন সেই প্রার্থনা স্রষ্টার কাছে করে যাব নিরন্তর। বছরের অন্য সময় আমাদের গ্রামের বাডীতে যাওয়া আসা থাকলেও বর্ষা মৌসুমে প্রতিবৎসর এক/দুইবার গ্রামের বাড়ী যাওয়া হতোই এবং তা নৌকায়। অনেক সময় খেলাধূলা বা অন্যকোন কারনে যেতে না চাইলেও যেতে হতো আব্বার নির্দেশে। এখন বুঝি আব্বা সব সময় সাথে নিয়ে যেতেন আমাদের অভ্যাস গড়ে তুলার জন্যে। বড় হয়ে যাতে শেখড় ভুলে না যাই। তবে এখনো ভুলে যাইনি কিন্তু যাওয়া হয়না ঠিকই। বাড়ী যাওয়ার দিনক্ষন ঠিক হলে আব্বা খবর দিতেন তাদের যে কোন দুই ভাইকে। বিশেষ করে জতি দা এবং ননীদা ই বেশী যেতেন আমাদের সংগে। ঘর বাড়ীর কাজ ও চাষাবাদে তারা সব ভাইরা ছিলেন সিদ্ধহস্ত। তবে আমার কাছে মনে হতো নৌকা একটু ভালো বাইতেন জতি দা। আব্বা যদি কোন সময় বাড়ীতে একদিন থাকার প্রোগ্রাম নিতেন তাহলে উনারা ঐদিন আর নবীগঞ্জ ফিরে আসতেন না। আব্বাকে পরের দিন নিয়েই আসতেন। নৌকায়ই খাওয়া থাকার ব্যবস্থা হতো। কারন নৌকায় না থাকলে নৌকা চুরি হওয়ার সম্ভাবনা ছিল তাই। বাড়ী যাওয়ার পথে মাঋখানে গুঙ্গিয়াজুরী হাওর পড়ে। হাওরে গেলেই আমরা দুপুরের খাবার খেতাম। আমরা বাসা থেকেই সেভাবেই রওনা দিতাম যাতে দুপুর নাগাদ হাওর পাড়ি দেয়া যায়। আম্মা বাসা থেকেই মুরগীর মাংস, অন্যকোন তরকারী রান্না ও নবীগঞ্জের বিখ্যাত কই মাছ ভেজে নিতেনই। নৌকায় খাওয়া যে কি আনন্দের যাদের অভিজ্ঞতা আছে তাঁরাই উপলব্ধি করতে পারবেন। ননীদা ও আহ্লাদ ছাড়া বড় দুই ভাই ইহলোক ত্যাগ করেছেন বেশ ক বছর আগে। ননীদা ও আহ্লাদ দা জীবিত আছেন।তবে বয়সের ভারে নূহ্য। হরিদা জতিদা নেই কিন্তু তারা স্মৃতিতে আজও অম্লান। আজও নিশ্চয় বর্ষা আসে গ্রীষ্ম আসে, আসে শরৎ হেমন্ত শীত বসন্ত। জানিনা আজকের প্রজন্মরা কিভাবে উপভোগ করে ঋতুগুলো। দু’যুগেরও বেশি সময় কাটিয়ে এসেছি ঢাকায়। জীবনের তাগিদে ও সময়ের অপ্রতুল্যতায় নবীগঞ্জ যাওয়া হতোনা সব সময়। যতটুকু যাওয়া উচিত ছিল ।দেশে থেকেও কেন জানি আমরা অনেকেই হয়ে যাই প্রবাসী। আজ ছ বছর হতে চললো আমেরিকায়। বাংলা ক্যালেন্ডারের পাতা ছাড়া বুঝতে পারিনা কখন কোন ঋতু আসে আর যায়। এভাবেই আমরা ষড়ঋতুর দেশের মানুষরা বিদেশ বিভূইঁয়ে দিন করছি পার অনন্তের যাত্রাপথে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com