সোমবার, ২৬ মে ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নেতৃৃত্বে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হচ্ছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতায় হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরানবাজার কাঁচামাল হাটায় এ সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক পৌর কাউন্সিলর খায়রুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। এ সরকারের কাছ থেকে একের পর এক বরাদ্দ নিয়ে এসে হবিগঞ্জ-লাখাই ও শায়েস্তাগঞ্জের সর্বত্র উন্নয়ন কাজে বরাদ্দ প্রদান করছি। এ বরাদ্দে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন হয়। এর প্রমাণ শায়েস্তাগঞ্জ পৌরসভা ও থানা প্রতিষ্ঠা হয়েছে। এবার শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপ দেয়া সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে ভবনসহ অনার্স কোর্স চালু করেছি। আলিয়া মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়, গালর্স স্কুলে নতুন ভবন নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ প্রদান করেছি। চালু হয়েছে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন। থানা ভবনের জমি নির্ধারণ হয়েছে। অচিরেই ভবন নির্মিত হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইমরানুল হোসেন, উচ্চমান সহকারী মোঃ হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন, বিটিভি প্রতিনিধি আলমগীর খান, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, কাউন্সিলর মাসুদউজ্জামান মাসুক, যুবলীগ নেতা ফরিদ হাসান, পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেরা সুলতানা হ্যাপী, কাউন্সিলর আব্দুল গফুর, নওয়াব আলী, জিতু আহমেদ মাখন, তহুরা খাতুন লাইজু, আছমা আব্দুল্লাহ, হাজী শফিকুর রহমান, কামরুজ্জামান আল রিয়াদ, জামাল আহমেদ দুলাল, মোক্তার হোসেন, খলিল আহমেদ, জুনাইদ আহমেদ, জাহেদ মিয়া, উস্তার মিয়া, রাসেল মিয়া, ফখরুল হামিদ, প্রসেনজিৎ দেব, মাসুক আহমেদ, জয়নাল সরদার, সাইফুল ইসলাম সোহাগ, সাইদুর রহমান জীবন, বিলাল আহমেদ, নাজমুল হুদা তৌহিদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com